শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ আগস্ট, ২০২২, ১২:১৩ এএম

১২ তীর্থযাত্রী নিহত
ইনকিলাব ডেস্ক : ক্রোয়েশিয়ায় পোল্যান্ডের তীর্থযাত্রী বহনকারী একটি বাস রাস্তায় উল্টে খাদে পড়ে ১২ জন নিহত হয়েছে। শনিবারের এ দুর্ঘটনায় আরও ১৯ জন আহত হয়েছে। সেন্ট জোসেফ ক্যাথলিক গোষ্ঠীর ব্রাদারহুড আয়োজিত এই ভ্রমণে তিনজন যাজক এবং ছয়জন নান ছিলেন। তারা বসনিয়ার একটি ক্যাথলিক উপাসনালয় মেদজুগোর্জে ভ্রমণ করছিলেন। পোল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাসটিতে ৩২ জন যাত্রী ছিল। তারা সবাই প্রাপ্তবয়স্ক ছিলেন। তারা মাসোভিয়ান প্রদেশের রাডম ও সোকোলো থেকে তীর্থযাত্রা করেছিলেন। স্থানীয় সময় সকাল ৫টা ৪০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। বাসটি জাগ্রেবের উত্তর-পূর্বে জারেক বিসাকি ও পোডভোরেক এলাকায় উল্টে যায়। ক্রোয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ডাভর বোজিনোভিচ বলেছেন, ‘আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।’ রয়টার্স।


বিরল দৃশ্য
ইনকিলাব ডেস্ক : বিশ্ববিখ্যাত মক্কার রয়েল ক্লক টাওয়ারে বজ্রপাতের ঘটনা ঘটেছে। সে ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায় যে, বৃষ্টির সময় বজ্রপাত আঘাত করে গগনচুম্বী স্থাপনাটিতে। মুহূর্তেই আলোকিত হয় পুরো এলাকা। মুলহাম এইচ নামে একজন অনলাইনে ভিডিও ক্লিপটি শেয়ার করেন। টুইটারে তিনি লেখেন, ‘কয়েকদিন আগে মক্কায় বৃষ্টির সময় বুর্জ আল-সা-তে বজ্রপাতের ঘটনা ঘটে’। গত শুক্রবার ভিডিওটি শেয়ার করার পর এক লাখ ৩০ হাজার
মানুষ সেটি দেখেছেন এরই মধ্যে। এনডিটিভি।


১৭ ফায়ারকর্মী
ইনকিলাব ডেস্ক : কিউবায় একটি তেলের গুদামে বিস্ফোরণ থেকে ছড়িয়ে পড়েছে ভয়াবহ আগুন। এ ঘটনায় এখনও পর্যন্ত একজনের লাশ উদ্ধার হয়েছে। নিখোঁজ রয়েছেন ফায়ার সার্ভিসের ১৭ কর্মী। বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়েছে প্রায় দেড়শো মানুষ। হাভানা থেকে ৬০ মাইল পূর্বে মাতানজাস বন্দরের কাছাকাছি অবস্থান গুদামটির। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যায় বজ্রপাত থেকে হয় অগ্নিকাণ্ডের সূচনা। গুদামের আটটি ট্যাংকের একটিতে বিস্ফোরণের পর আগুন ধরে যায়। ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট মিলেও সম্ভব হয়নি নিয়ন্ত্রণে আনা। শনিবার
তা ছড়িয়ে পড়ে আরেকটি ট্যাংকে। বাতাসের তোড়ে বেড়ে চলেছে আগুনের তীব্রতা। ওয়াশিংটন পোস্ট।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন