শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ব্রিটেনে অর্থনীতিতে ধস ভোক্তারা উৎকণ্ঠিত

ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার জের

| প্রকাশের সময় : ১ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার রাজনৈতিক ধকল কাটিয়ে উঠতে না উঠতেই ব্রিটেনের অর্থনীতিতে তার নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। এ ফলে দেশতজুড়ে উদ্বেগ বাড়ছে। খবরে বলা হয়, ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে আসার পরিপ্রেক্ষিতে দেশটিতে ভোক্তারা উৎকণ্ঠিত হয়ে পড়েছে। ব্রেক্সিটের কারণে ধস নেমেছে দেশটির অর্থনীতিতে। জিএফকে’র দীর্ঘমেয়াদি ভোক্তা সূচক সকল ক্ষেত্রে নভেম্বরে নেমে গেছে পাঁচ পয়েন্ট। বেসরকারি বিনিয়োগ কমে গেছে। সাধারণ অর্থনৈতিক সূচক নেমে গেছে ছয় পয়েন্ট, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৯ পয়েন্ট কম।
আগামী ১২ মাসে সাধারণ অর্থনৈতিক প্রত্যাশা সূচক পাঁচ পয়েন্ট নেমে গেছে, যা ২০১৫ সালের নভেম্বরের তুলনায় ১৬ পয়েন্ট কম। জিএফকে’র প্রধান বাজার বিশ্লেষক জো স্টাটন বলেন, আমাদের নিজস্ব অর্থনৈতিক পরিস্থিতি এখনো ইতিবাচক পর্যায়ে থাকলেও, ভোক্তাদের আস্থা ক্রমশ কমে যাচ্ছে, যা আগামীতে ব্রিটিশ অর্থনীতিকে নি¤œদিকে নিয়ে যাবে। গত ১২ মাস ধরে পর্যবেক্ষণ করে আমরা এমন ধারণাই পেয়েছি। তিনি বলেন, আগামী ১২ মাসে অভ্যন্তরীণ প্রবৃদ্ধি শক্ত অবস্থানে থাকলেও ব্রেক্সিটের এ নেতিবাচক প্রভাবটি ব্রিটিশ অর্থনীতিতে স্পষ্ট হয়ে উঠেছে। গত জুনে ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে আসার পক্ষে ভোটের পরই দেশটির অর্থনীতিতে নি¤œমুখী এ প্রবণতা শুরু হয়। অনেকেই বলছেন, ব্রিটিশ অর্থনীতি নিয়ে তারা উৎকণ্ঠায় থাকলেও সময়ই বলে দেবে এটি সঠিক না ভুল ধারণা ছিল। স্কাই নিউজ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন