মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

জামিন নিতে হাইকোর্টে ৬২নেতা-কর্মী

ভোলায় বিএনপি-পুলিশ সংঘর্ষ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৯ আগস্ট, ২০২২, ১২:০৬ এএম

পৃথক দুই মামলায় আগাম জামিনের জন্য হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন ভোলা জেলা বিএনপি’র ৬২ নেতা-কর্মী। গত ১ আগস্ট বিএনপি’র নেতা-কর্মী ও পুলিশের মধ্যকার সংঘর্ষের পর পুলিশ বাদী হয়ে দায়েরকৃত মামলার আসামি তারা। গতকাল রোববার নেতা-কর্মীদের পক্ষে ব্যারিস্টার কায়সার কামাল জামিন আবেদন করেন।বিচারপতি মো: মোস্তফা জামান ইসলাম এবং বিচারপতি মো: সেলিমের ডিভিশন বেঞ্চে আবেদনের শুনানি হতে পারে বলে জানান এই আইনজীবী।সহায়ক আইনজীবী অ্যাডভোকেট রুকনুজ্জামান সুজা জানান, ভোলার ৬২ নেতা-কর্মীর পক্ষে তিন আইনজীবী পৃথক তিনটি জামিন আবেদন করেছেন।
বিদ্যুতে দুর্নীতি ও লোডশেডিংয়ের প্রতিবাদে গত ১ আগস্ট কর্মসূচি পালন করে ভোলা জেলা বিএনপি।এ সময় পুলিশ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়।সংঘর্ষের পর পুলিশ বাদী হয়ে ৭৫ জনের নাম উল্লেখ করে মামলা করে। এজাহারে আরও অজ্ঞাতনামা ৬৭৫ জনকে আসামি করে। একটি হত্যা মামলায় পুলিশ ১০জনকে গ্রেফতারও করে। ভোলায় সংঘর্ষের ঘটনায় স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম এবং যুবদল নেতা নূরে আলম নিহত হন।এ ঘটনায় ভোলা পুলিশের বিরুদ্ধেও পাল্টা মামলা করে স্থানীয় বিএনপি নেতারা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন