শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

সার্বিক পরমাণু চুক্তির বিষয়ে ইরানের দৃঢ় আস্থা আছে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ আগস্ট, ২০২২, ১২:৫২ পিএম | আপডেট : ১২:৫৩ পিএম, ৮ আগস্ট, ২০২২

গতকাল (রোববার) ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির-আব্দুল্লাহিয়ান জানান, ইরানের পরমাণু-বিষয়ক সার্বিক চুক্তি পুনরুদ্ধারের আলোচনা অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় চলছে। ইরান একটি শক্তিশালী ও স্থায়ী চুক্তিতে পৌঁছানোর বিষয়ে আন্তরিক ও দৃঢ়প্রতিজ্ঞাবদ্ধ।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এদিন তিনি জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে ফোনালাপে চুক্তি পুনরুদ্ধারের বিষয়ে আলোচনা করেছেন এবং ফিলিস্তিনের গাজা এলাকার পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেছেন।

আব্দুল্লাহিয়ান বলেন, ইরানের পরমাণু আলোচনার সাফল্য যুক্তরাষ্ট্রের আগ্রহ ও নমনীয়তার ওপর নির্ভরশীল।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আইএইএ’র সঙ্গে ইরানের সহযোগিতা এখনও চলছে। আইএইএ’র উচিত ‘টেকনিকাল চ্যানেলের’ মাধ্যমে ইরানের মধ্যে পরমাণু নিশ্চয়তা ইস্যুটি সমাধান করা। সূত্র: সিআরআই।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন