শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ভারতের ছোট উপগ্রহ-বাহী রকেটের প্রথম উৎক্ষেপণ ব্যর্থ

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৮ আগস্ট, ২০২২, ১:১৩ পিএম

প্রাথমিক বিপত্তি কাটিয়ে ক্ষুদ্রতম রকেটের মাধ্যমে কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করল ইন্ডিয়ার স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ইসরো)। কিন্তু সেটি কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছয়নি বলে জানিয়েছেন ভারতের মহাকাশ বিজ্ঞানীরা। তারা এ-ও জানান, যে দু’টি কৃত্রিম উপগ্রহ ওই রকেটের মাধ্যমে পাঠানো হয়েছিল, সেগুলি আর ব্যবহারযোগ্য নয়।

অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে আজ সকালে দু’টি কৃত্রিম উপগ্রহ নিয়ে আকাশে ওড়ার আগে সমস্যায় পড়েছিল ১২০ টনের ওই রকেটটি। ইসরোর তরফে জানানো হয়, উৎক্ষেপণের শেষ পর্যায়ের অনেক তথ্য হারিয়ে গিয়েছে। বিজ্ঞানীরা সেই তথ্য পুনরুদ্ধারের চেষ্টা করছেন।

শ্রীহরিকোটা থেকে মহাকাশের উদ্দেশে রওনা দেয় স্মল স্যাটেলাইট লঞ্চ ভেহিক্‌ল (এসএসএলভি-ডি১)। এতে আর্থ অবজারভেশন-০২ এবং শিক্ষার্থীদের তৈরি ‘আজাদিস্যাট’ নামে কৃত্রিম উপগ্রহ ছিল। তবে উপগ্রহ দু’টি ঠিক মতো কক্ষপথে পৌঁছতে পেরেছে কিনা, সে সম্পর্কে প্রথম থেকেই নিশ্চিত ছিলেন না ইসরোর মহাকাশ বিজ্ঞানীরা। সংস্থার চেয়ারম্যান এস সোমনাথ বলেন, ‘এসএসএলভি-ডি১ সব ক’টি পর্যায়ে আশানুরূপ ফল দেখিয়েছে। এই মিশনের অন্তিম পর্যায়ের কিছু তথ্য হারিয়ে গিয়েছে। উপগ্রহ দু’টি স্থিতিশীল অবস্থায় কক্ষপথে পৌঁছেছে কিনা, তা দেখার জন্য তথ্য বিশ্লেষণ করা হচ্ছে।

পরে এক বিবৃতিতে ইসরো জানিয়েছে, এসএসএলভি-ডি১ কৃত্রিম উপগ্রহগুলিকে ৩৫৬ কিলোমিটার বৃত্তাকার কক্ষপথের পরিবর্তে ৩৫৬ X ৭৬ কিলোমিটার উপবৃত্তাকার কক্ষপথে স্থাপন করেছে। কৃত্রিম উপগ্রহগুলি আর ব্যবহারযোগ্য নয়। প্রযুক্তিগত ত্রুটি চিহ্নিত করা হয়েছে। সূত্রের খবর, মনে করা হচ্ছে, রকেটের যে অংশটি কৃত্রিম উপগ্রহগুলিকে নির্দিষ্ট কক্ষপথে স্থাপন করে, সেটি চূড়ান্ত পর্যায়ে সঠিক ভাবে কাজ না করায় এই বিপত্তি।

শেষ মুহূর্তের তথ্য হারিয়ে যাওয়া সম্পর্কে ইসরোর প্রাক্তন চেয়ারম্যান মাধবন নায়ার একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে জানিয়েছেন, উৎক্ষেপণের প্রথম কয়েক ঘণ্টার মধ্যেই তথ্য আসতে শুরু করে। তাঁর মতে, এই মিশনটি বেশ ‘জটিল’। তিনি জানিয়েছেন, তৃতীয় পর্যায় পর্যন্ত সব কিছু ঠিকঠাকই ছিল। উৎক্ষেপণের চূড়ান্ত পর্যায়ে কিছু বিচ্যুতি ঘটে থাকতে পারে। এমনটা ঘটে থাকতে পারে প্রযুক্তিগত কোনও সমস্যার কারণে। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন