বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ভারতের রাজস্থানে মন্দিরে পদদলিত হয়ে তিনজনের মৃত্যু

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৮ আগস্ট, ২০২২, ২:২৯ পিএম

ভারতের রাজস্থানে একটি মন্দিরে প্রবেশের সময় পদদলিত হয়ে তিনজনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছেন আরও দুজন। আহত দুজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য জয়পুর হাসপাতালে পাঠানো হয়েছে।

এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, স্থানীয় সময় সোমবার (৮ আগস্ট) ভোরে খাতু শ্যাম জি মন্দিরে এ ঘটনা ঘটে। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এই দিনটিতে খাতু শ্যাম জির দর্শন শুভ বলে মনে করা হয়।

রাজ্য পুলিশ জানিয়েছে, ভোর ৫টা নাগাদ মন্দিরে প্রবেশের জন্য অসংখ্য মানুষ ভিড় করছিল বাইরে। একপর্যায়ে মন্দিরের প্রবেশ মুখে হুড়োহুড়িতে পদদলিত হয়ে তিন নারীর মৃত্যু হয়। সিকারের পুলিশ সুপার কুনওয়ার রাষ্ট্রদীপ জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। নিরাপত্তা বিবেচনায় মোতায়েন রয়েছে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য।

এদিকে এক টুইটে মৃতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি সব ধরনের সহায়তার নির্দেশ দিয়েছেন তিনি। সূত্র : এনডিটিভি

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন