শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

কেন্দ্র দখল -ভোট ছিনতাই-ভোটারদের পিটিয়ে আহতের মামলায় কমলনগরে যুবলীগ নেতা জামিন নামঞ্জুর

কমলনগর (লক্ষ্মীপুর)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ আগস্ট, ২০২২, ৫:১৪ পিএম

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার হাজিরহাট ইউনিয়ন যুবলীগের আহবায়ক ও ৬ নম্বর ওয়ার্ডের (ইউপি) সদস্য হাসান মাহমুদ আপেলকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার দুপুরে দীর্ঘ শুনানী শেষে লক্ষ্মীপুর আদালতের বিচারিক হাকিম মো. তারেক আজিজ তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে গত বছরের ২৪ জুন উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সজিব কেন্দ্রে ভোট দিতে গেলে তাকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করার অভিযোগ এনে আদালতে মামলা করেন।

বাদি পক্ষের আইনজীবি মো. কামরুল হাসান রনি বলেন, গত বছরের ২১জন হাজিরহাট ইউনিয়নের ভোট গ্রহন অনুষ্ঠিত হয। কেন্দ্রটি আসামী পক্ষের বাড়ির দরজায় হওয়ায় সদস্য প্রার্থী হাসান মাহমুদ আপেল ও তার লোকজন সকল ভোটারদের এলোপাতাড়ি পিটিয়ে কেন্দ্র থেকে বের করে দিয়ে ভোট কেটে নেয়। সজিব আরেক সদস্য প্রার্থী কবির হোসেনের লোক হওয়ায় তাকে এলোপাতাড়ি পিটিয়ে মাথা পাটিয়ে দেয় প্রধান আসামী আপেলসহ তার লোকজন। পরে সজিব আপেলকে প্রধানসহ ১৮জনের নাম উল্লেখ করে মামলা করলে আদালত কমলনগর থানাকে তদন্ত করে প্রতিবেদন দিতে নির্দেশ দেন। কমলনগর থানা দীর্ঘ পর্যালোচনা শেষে ১০জনের বিরুদ্ধে অভিযোগ এনে আদালতে প্রতিবেদন দাখিল করেন। আজ ওই মামালার শুনানীর তারিখ থাকায় আসামীরা আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করে। দীর্ঘ শুনানী শেষে আদালত প্রধান আসামী হাসান মাহমুদ আপেলের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন