পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পুকুরের পানিতে ডুবে আয়ান (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
ঘটনাটি সোমবার (৮ আগস্ট) দুপুরে উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের জামাদারগছ গ্রামে ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে বাড়ির পাশে খেলা করছিলো শিশু আয়ান। এক পর্যায় সবার অজান্তে পুকুরের পানিতে পড়ে যায় সে। পরে পরিবারের লোকেরা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুজি করলে পুকুরের পানিতে ভাসতে দেখে। দ্রুত সেখান থেকে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
নিহত আয়ান একই গ্রামের সাইজদ্দীনের ছেলে।
পুকুরের পানিতে ডুবে শিশু মৃত্যুর বিষয়টি
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন