শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

পুত্র নাকি কন্যা সন্তান হবে তা নিশ্চিত নন পরীমনি!

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৯ আগস্ট, ২০২২, ১২:০০ এএম

এতদিন শোনা গিয়েছিল চিত্রনায়িকা পরীমনি পুত্র সন্তানের মা হচ্ছেন। এখন তার স্বামী শরীফুল রাজ জানিয়েছেন, আমরা জানি না, পুত্র নাকি কন্যা সন্তান হবে। তিনি এক সাক্ষাৎকারে বলেছেন, সত্যি বলতে, কিসের ভিত্তিতে এমন খবর ছড়িয়েছে, তা আমার জানা নেই। পুত্র সন্তান নিয়ে আমি এবং পরীমণি এখনও নিশ্চিত নই। দুজনই শেষ মুহূর্তের সারপ্রাইজের জন্য অপেক্ষায় আছি। তার এ কথার প্রেক্ষিতে, এখন বিষয়টি রহস্যই রয়ে গেল। তবে অনাগত সন্তানের আগমন উপলক্ষে পরীমনি অনেক কেনাকাটা করেন। গত ২ আগস্ট ফেসবুকে দিসি কিছু ছবি ও ভিডিও পোস্ট করেন। সেখানে দেখা যায়, অনাগত সন্তানের জন্য কেনাকাটা করে পুরো রুম ভরিয়ে ফেলেছেন। ক্যাপশনে লিখেছেন, তার আসার আয়োজন। এ থেকে অনেকে ধরে নিয়েছিলেন তাদের পুত্র সন্তান হবে। এদিকে, চিকিৎসকরা জানিয়েছেন, আগামী ২৮ আগস্ট পরীমনির সন্তান ভূমিষ্ঠ হওয়ার সম্ভাবনা রয়েছে। তখন ভূমিষ্ঠ হলে পুত্র নাকি কন্যা সন্তান, বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন