রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

কোনিয়ায় ইমরান ঝড়

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৯ আগস্ট, ২০২২, ১২:০০ এএম

কমনওয়েলথ গেমসে না পারলেও ইসলামিক সলিডারিটি গেমসের ট্র্যাকে ঝড় তুলেছেন লন্ডন প্রবাসী স্প্রিন্টার ইমরানুর রহমান। সোমবার ১০০ মিটার স্প্রিন্টে ১০.০১ সেকেন্ডে দৌড় শেষ করেন তিনি। কমনওয়েলথ গেমসে ইমরান ১০.৪৬ সেকেন্ড দৌড়েছিলেন। হিটে দ্বিতীয় হয়ে পরবর্তী রাউন্ডে গেছেন ইমরান। এক সপ্তাহের কম ব্যবধানে টাইমিং ০.৪৫ কমিয়ে এনেছেন। যেটা এক প্রকার অবিশ্বাস্য। এমন অসাধারণ পারফরম্যান্স করেও বেশ নির্ভার ইমরান, ‘ভালো লাগছে বাংলাদেশকে পরবর্তী রাউন্ডে নিতে পেরে। আমার এই পারফরম্যান্সের জন্য বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ), অ্যাথলেটিকস ফেডারেশন ও বাংলাদেশ সেনাবাহিনী সহ সকলকে ধন্যবাদ জানাই।’

আজ আনুষ্ঠানিকভাবে তুরস্কের কোনিয়াতে গেমসের উদ্বোধন। তবে গতকালই টেবিল টেনিসে নারীদের এককের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন বাংলাদেশের আরেক তারকা সাদিয়া রহমান মৌ। পাকিস্তানের আইকার বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াইয়ে তাকে ৩-২ গেমে হারিয়ে দেন। এর আগে সকালে প্রথম ম্যাচে জিবুতির বিরুদ্ধে ৩-০ সেটে জিতেছিলেন। অন্যদিকে পুরুষ এককে রামহিম ও হৃদয় প্রথম ম্যাচেই হেরেছেন। মহিলা এককে সোমা প্রথম ম্যাচে ওয়াকওভার পেয়েছিলেন। দ্বিতীয় ম্যাচে তিনি ৩-১ সেটে হারেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন