বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

‘কৌশলগত অস্ত্র হ্রাস চুক্তি’ থেকে সরে আসবে রাশিয়া

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৯ আগস্ট, ২০২২, ৩:০০ পিএম

গতকাল (সোমবার) রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মস্কো ‘কৌশলগত অস্ত্র হ্রাস চুক্তি’ বা নতুন ‘স্টার্ট’ চুক্তি-ব্যবস্থা থেকে সরে আসবে দেশটি। রাশিয়া কূটনৈতিক পদ্ধতিতে যুক্তরাষ্ট্রকে এ খবর জানিয়েছে।

এদিন এক বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, দেশটি এ ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে। রাশিয়া সবসময় সমতার নীতির ভিত্তিতে চুক্তি-সংশ্লিষ্ট ব্যবস্থা কার্যকর করার চেষ্টা চালায়। কিন্তু এক্ষেত্রে মৌলিক নীতি মানা হয়নি।

দেশটির ওপর মার্কিন একতরফা সীমিত ব্যবস্থার কারণে দু’দেশের মধ্যে স্বাভাবিক বিমান চলাচল বন্ধ করা হয়েছে। যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলো রুশ বিমানের জন্য আকাশসীমা বন্ধ করে দিয়েছে। একই সময় মার্কিন পরিদর্শককে রাশিয়ার অনুরূপ বাধা দেয়া হয়নি।

বিবৃতিতে জোর দিয়ে বলা হয়, নতুন ‘স্টার্ট’ পরমাণু পর্যবেক্ষণ-সংক্রান্ত সমস্যা সমাধানের পর, রাশিয়া অবিলম্বে এ ব্যবস্থা বাতিল করবে এবং পুনরায় সার্বিকভাবে কাজ শুরু করবে। সূত্র: সিআরআই।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন