শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় মোট শনাক্ত ২১, পাঁচ জেলায় শনাক্ত শূন্য

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ৯ আগস্ট, ২০২২, ৩:৫৯ পিএম

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। একই সময়ে বিভাগে করোনা শনাক্ত হয়েছে ২১ জনের। ৫ জেলায় কেউ করোনা আক্রান্ত হননি।
আজ মঙ্গলবার দুপুরে খুলনা বিভাগীয় স্বাস্থ্য উপ পরিচালক ডাঃ ফেরদৌসী আক্তার এ তথ্য জানান। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে ২১ জনের করোনা শনাক্ত হয়েছে। খুলনা, নড়াইল, চুয়াডাঙ্গা, সাতক্ষীরা ও মাগুরায় কোনো করোনা রোগি শনাক্ত হননি। সবচেয়ে বেশি শনাক্ত হয়েছেন যশোর ও বাগেরহাট জেলায় ৮ জন করে। শনাক্তদের মধ্যে ঝিনাইদহে ১, কুষ্টিয়ায় ১ ও মেহেরপুরে ৩ জন রয়েছেন।
তিনি আরও জানান, খুলনা বিভাগে করোনা সংক্রমণের শুরু থেকে আজ সকাল পর্যন্ত মোট ১ লাখ ৩০ হাজার ৯৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে। আর মোট মারা গেছেন ৩ হাজার ২৬১ জন। শনাক্তের সংখ্যা বিবেচনায় জেলাগুলোর মধ্যে শীর্ষে আছে খুলনা। এখানে ৩২ হাজার ৪২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের সংখ্যা সবচেয়ে কম মাগুরায়, ৪ হাজার ৬৭৪ জন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন