শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

মুকসুদপুরে ওয়াদুত খান হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন

গোপালগঞ্জ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ আগস্ট, ২০২২, ২:২৭ পিএম

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার চাওচা পূর্বপাড়া গ্রামের ওয়াদুত খান হত্যা মামলায় তিন জনের যাবজ্জীবন ও এক জনের ৬ মাসের কারাদন্ডের রায় দিয়েছে আজ আদালত।

আজ বুধবার (১০ই আগষ্ট) দুপুরে গোপালগঞ্জের অতিরিক্ত দায়রা জজ মোঃ আব্বাস উদ্দীন এ রায় প্রদান করেন।
জাবজ্জীবন দন্ডপ্রপ্ত আসামীরা হলেন একই গ্রামের মৃত হোসেন মোল্যার ছেলে হায়দার মোল্যা, নুর মোহাম্মদ মোল্যার ছেলে মো. ইউনুছ মোল্যা ও হিটলার মোল্যা। মামলার অন্য আসামী আক্তার মোল্যাকে ১ বছর এবং সাগর মোল্যাকে ৬ মাসের কারাদন্ড প্রদান করা হয়।

মামলা সূত্রে জানা যায়, গত ২০১৬ সালের ৮জুলাই বাদীর বসত বাড়ি দখলের চেষ্টা ও পুকুর থেকে মাছ ধরাকে কেন্দ্র করে আসামীরা বাদীর পিতা ওয়াদুত খানকে পিটিয়ে ও কুপিয়ে মারাত্মক যখম করে। পরে চিকিৎসাধীন অবস্থায় ওয়াদুত খান মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যায়। মামলার নথি পর্যালচনা করে গোপালগঞ্জের অতিরিক্ত দায়রা জজ মো, আব্বাস উদ্দিন এ রায় দেন। মামলার রায় পেয়ে সন্তষ্টি প্রকাশ করেছেন বাদী পক্ষ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন