বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

ওরা ১১ জন-এর মুক্তির ৫০ বছর

চ্যানেল আইতে বিশেষ প্রদর্শনীসহ নানা অনুষ্ঠান

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১১ আগস্ট, ২০২২, ১২:০০ এএম

স্বাধীন বাংলাদেশে মুক্তিপ্রাপ্ত মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম চলচ্চিত্র ‘ওরা ১১ জন’-এর মুক্তির ৫০ বছরপূর্তি আজ ১১ আগস্ট। ঐতিহাসিক এই চলচ্চিত্রটি দেশের দুর্লভ চলচ্চিত্রের আর্কাইভ চ্যানেল আই আর্কাইভে অন্তর্ভুক্ত হয়েছে। ঐতিহাসিক এই চলচ্চিত্রটির প্রযোজক মাসুদ পারভেজ ওরফে সোহেল রানা। চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘ওরা ১১ জন’-এর চ্যানেল আই আর্কাইভে অন্তর্ভুক্তি এবং মুক্তির ৫০ বছরপূর্তি উপলক্ষে আজ দিনব্যাপী থাকছে চ্যানেল আই-এর পর্দায় নানা আয়োজন। সকাল ৭:৩০ মিনিটে চ্যানেল আই-এর নিয়মিত আয়োজন ‘গান দিয়ে শুরু’তে থাকবে ‘ওরা ১১ জন’ চলচ্চিত্রে ব্যবহৃত দেশাত্মবোধক গানের পরিবেশনা। দুপুর ১২:০৫ মিনিটে বিশিষ্ট নির্মাতা, লেখক এবং নাট্যকার অরুণ চৌধুরীর উপস্থাপনায় ‘বিশেষ ২৫ মিনিট’ প্রচার হবে। এই অনুষ্ঠানের মাধ্যমে জানা যাবে ‘ওরা ১১ জন’ চলচ্চিত্র সম্পর্কে বিস্তারিত তথ্য। দুপুর ১২:৩০ মিনিটে অনন্যা রুমার প্রযোজনায় দেখানো হবে ‘ওরা ১১ জন’ চলচ্চিত্রের প্রযোজক মাসুদ পারভেজ ওরফে সোহেল রানাসহ বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে তারকাকথন-এর বিশেষ পর্ব। দুপুর ১:২০ মিনিটে প্রচার হবে চ্যানেল আই-এর নিয়মিত আয়োজন ‘এবং সিনেমার গান’-এ ‘ওরা ১১ জন’ চলচ্চিত্রের গান। দুপুর ৩:৩০ মিনিটে দেখবেন মাসুদ পারভেজ ওরফে সোহেল রানা প্রযোজিত স্বাধীন বাংলাদেশে মুক্তিপ্রাপ্ত মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম চলচ্চিত্র চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘ওরা ১১ জন’র বিশেষ প্রদর্শনী। চলচ্চিত্রটি প্রদর্শনীর পরপরই প্রচার হবে ‘ওরা ১১ জন’ চলচ্চিত্রের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রের অভিনয়শিল্পী চিত্রনায়িকা নতুন-এর অংশগ্রহণে আবদুর রহমান-এর উপস্থাপনায় একটি বিশেষ অনুষ্ঠান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন