শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

‘ময়দান’ দখলে আকাশযুদ্ধ!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ আগস্ট, ২০২২, ১২:০০ এএম

নিজের ‘ময়দান’ ছাড়তে কেউই রাজি নয়। আর সেই ‘ময়দান’ দখলের আকাশেই যুদ্ধে জড়িয়ে পড়ে দুই ঈগল। উড়তে উড়তে একে অপরের উপর ঝাঁপিয়ে পড়ে। আকাশে দুই শিকারির যুদ্ধের সেই বিরল দৃশ্য ধরা পড়েছে ক্যামেরায়। যা ইতোমধ্যে ভাইরাল হয়েছে।
আজাদ সিংহ রাঠৌর নামে টুইটার গ্রাহকের অ্যাকাউন্টে সেই ভিডিওটি শেয়ার করা হয়েছে। ইতোমধ্যেই সেই ভিডিও ৪৩ লাখ বার দেখা হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, কোনও একটি পাহাড়ি এলাকায় একটি ঈগল আচমকাই অন্য একটি ঈগলের উপর ঝাঁপিয়ে পড়ল।
এরপরই একটি আর একটির পা দিয়ে পরস্পরকে আঁকড়ে ধরে। সেই অবস্থানেই শূন্যে ডিগবাজি খেতে খেতে নিজেদের শক্তিপরীক্ষায় মেতে উঠে ঈগল দু’টি। প্রায় ২০ থেকে ৩০ ফুট উপর থেকে পাক খেতে খেতে মাটিতে পড়ার আগেই একে অপরকে ছেড়ে দেয়। সূত্র : এবিপি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন