বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

কোটালীপাড়ায় তারাকান্দ-মান্দ্রায় অবাধে চলছে সরকারি খাল দখল করে মৎস্য চাষ

কোটালীপাড়া (গোপালগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ আগস্ট, ২০২২, ২:৩৭ পিএম | আপডেট : ৭:৩২ পিএম, ১১ আগস্ট, ২০২২

পানির প্রবাহ ও নব্যতা অব্যাহত রাখার জন্য কোন পুকুর, জলাশয় ও খাল বিল বন্ধ না করে উন্মুক্ত রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশণাকে উপেক্ষা করে গোপালগঞ্জের কোটালীপাড়ায় কান্দি ইউনিয়নের তারাকান্দ ও কুশলা ইউনিয়নের মান্দ্রা অবাদে চলছে সরকারি খাল দখল করে মৎস্য চাষ। তারাকান্দ সরকারি খাল দখল করে মৎস্য চাষ করার অভিযোগ পাওয়া গেছে সুশীল রায়ের বিরুদ্ধে। এঘটনায় ১০ এলাকাবাসী বাদী হয়ে সুশীল রায়ের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসারের কাছে একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগকারীরা বলেন তারাকান্দ গ্রামের বরদা কান্ত রায়ের ছেলে সুশীল রায় বছরের পর বছর ধরে তারাকান্দ - ধারাবাশাইল সরকারি খালটি নেট ও বানা দিয়ে বন্ধ করে দিয়ে মৎস্য চাষ করে লক্ষ লক্ষ টাকা আয় করে আসছেন ফলে নৌ- চলাচল বন্ধ হয়ে যাওয়ায় এলাকাবাসী চরম ভোগান্তির স্বীকার হয়ে অপুরনীয় ক্ষতির মুখে পড়েছেন। এদিকে খালটি বন্ধ করে মাছ চাষ করায় খালের নব্যতা হারাচ্ছে এবং দেশীয় প্রজাতির মাছ বিলুপ্ত হচ্ছে। এ বিষয়ে কেউ প্রতিবাদ করলে সে এলাকার প্রভাবশালীদের ভয় দেখান এবং হুমকি ধমকি দেন।যার কারণে তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পায়না। এ ব্যাপারে সুশীল রায়ের কাছে জানতে চাইলে তিনি বলেন আমিতো ছোট একজন ক্ষুদ্র মানুষ বড়ভাইদের ভরসায় খাল বন্ধ করে এই মৎস্য ঘের করেছি। এদিকে উপজেলার মান্দ্রা গ্রামে কলাগাছিয়া নামক সরকারি খাল বন্ধ করে মৎস্য চাষ করার অভিযোগ পাওয়া গেছে ইলিয়াস শেখের বিরুদ্ধে। এঘটনায় এলাকাবাসী বাদী হয়ে ইলিয়াস শেখের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসারের কাছে একটি অভিযোগ দায়ের করেছেন। এই খালটি দিয়ে কয়েকটি গ্রামের কৃষকরা শুকনা মৌসুমে পানি সেচের মাধ্যমে কয়েকশত বিঘা জমিতে ইরি- বোরো ধান উৎপাদন করে নৌকা যোগে পরিবহন করে থাকেন এবং মৎস্যজীবীরা মৎস্য স্বীকার করে জিবিকা নির্বাহ করতেন। এখন খালটি বন্ধ থাকায় ইরি - বোরো ধান চাষাবাদ করা ব্যহত হচ্ছে প্রচন্ড ভাবে। ভূমি অফিস সুত্রে জানাগেছে বন্ধকৃত ৬২ শতাংস খালটি সরকারের ১ নং খতিয়ানে রেকর্ড হয়েছে।যাহা অবৈধভাবে দখল করে মৎস্য ঘের তৈরি করে মৎস্য চাষ করে লক্ষ লক্ষ টাকা আয় করে নিচ্ছেন ইলিয়াস শেখ গংয়েরা। এ ব্যাপারে ইলিয়াস শেখ বলেন জোয়ারের পানি বন্ধ করার জন্য ৩৫ জনে মিলে এই বাঁধ দিয়ে ৪৫ বিঘার একটি মৎস্য ঘের তৈরি করে মৎস্য চাষ করছি,তিনি আরো বলেন সরকারি খাল ৬২ শতাংস আর বাকিটা আমাদের ৩৫ জনের উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ বলেন কেউ পুকুর খাল বিল জলাশয় বন্ধ করে মৎস্য চাষ করলে তাদের বিরুদ্ধে ব্যাবস্হা গ্রহন করা হবে

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন