শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

সশস্ত্র হামলার পর ৮শ’ বন্দি পালিয়েছে কঙ্গোয়

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ আগস্ট, ২০২২, ১২:০৩ এএম

ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর পূর্বাঞ্চলে এক কারাগারে সশস্ত্র হামলার পর আট শতাধিক বন্দি পালিয়ে গেছে। স্থানীয় কর্তৃপক্ষ বুধবার এই হামলার জন্য ইসলামপন্থী জঙ্গি গোষ্ঠীকে দায়ী করেছে। বুতেম্বো শহরের কেন্দ্রীয় কারাগারে রাতভর চালানো হামলায় দুই পুলিশ কর্মকর্তা ও এক বেসামরিক নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় এক সেনা মুখপাত্র। কঙ্গোর উত্তর কিভু প্রদেশে জঙ্গি বিরোধী অভিযানের সেনা মুখপাত্র অ্যান্টনি মলুসায়ি জানান, হামলার সময়ে অগ্নিকাÐে কারাগারের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। সেনা মুখপাত্র অ্যান্টনি মলুসায়ি বলেন, ‘শত্রæরা ভারি অস্ত্রে সজ্জিত ছিল। তাদের সংখ্যা ছিল প্রায় আশি জন। তারা কারাগারে ঢুকে পড়তে সক্ষম হয় এবং সব বন্দিকে মুক্ত করে দেয়’। পরে কারাগারের পরিচালক ব্রুনেলে ন’কাসা জানান সেখানে থাকা ৮৭৪ বন্দির মধ্যে মাত্র ৫৮ জনকে পাওয়া গেছে। সেনা মুখপাত্র জানান এই হামলায় অ্যালাইড ডেমোক্র্যাটিক ফোর্সেস (এডিএফ) রয়েছে বলে ধারণা করা হচ্ছে। উগান্ডার এই সশস্ত্র গ্রæপটি ১৯৯০ এর দশক থেকে পূর্ব কঙ্গোতে সক্রিয়। ইসলামিক স্টেট সংশ্লিষ্ট এই গ্রæপটি বেশ কয়েকটি হামলার সঙ্গে যুক্ত। বন্দিদের ফের গ্রেফতার করতে সহায়তা দিতে বাসিন্দাদের প্রতি আহŸান জানিয়েছেন বুতেম্বো শহরের মেয়র মোয়া বায়েকি-তেলি। তিনি বলেন, ‘যদি পলাতক পেয়ে থাকেন তবে তাকে পুড়িয়ে ফেলা উচিত নয় - তাকে হত্যা করবেন না ... তাকে এখানে আমাদের কাছে নিয়ে আসুন যাতে আমরা তাকে কারাগারে ফিরিয়ে দিতে পারি’। রয়টার্স।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন