মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

জেএমবির ওয়ারেন্টভূক্ত আসামি গ্রেফতার

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১১ আগস্ট, ২০২২, ৯:১২ পিএম

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহেদীন বাংলাদেশের (জেএমবি) ওয়ারেন্টভূক্ত এক আসামিকে গ্রেফতার করেছে এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এটিইউ’র একটি দল নরসিংদী জেলার মাধবদী থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতের নাম মো. আফজাল হোসেন ওরফে লিমন (৩৮)। সে গাজীপুর জেলার কাপাসিয়া থানার আড়াল (দক্ষিণ) গ্রামের আহম্মেদ আলীর পুত্র। তার বিরুদ্ধে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার একটি মামলা বিচারাধীন রয়েছে। এ মামলায় সে ৭ বছর যাবৎ ওয়ারেন্টভূক্ত আসামি।

আফজাল হোসেন ২০১৬ সালের ১১ ফেব্রুয়ারি সকাল সোয়া ১০ টার দিকে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার বুজরুক বোয়ালিয়া শিল্পপাড়া এলাকায় জেএমবির কতিপয় সক্রিয় সদস্যদেরকে নিয়ে সরকার ও রাষ্ট্রবিরোধী এবং নাশকতামূলক কার্যক্রমের উদ্দেশ্যে গোপন বৈঠক করছিলো। ওই সময় গোবিন্দগঞ্জ থানা পুলিশ অভিযান চালালে সে পালিয়ে যায়। এরপর থেকে সে ৭ বছর নরসিংদীসহ দেশের বিভিন্ন স্থানে আতœগোপনে ছিল। সে জঙ্গিবাদের বিস্তার এবং অংশগ্রহণসহ বিভিন্ন রাষ্ট্রবিরোধী অপরাধমূলক কর্মকান্ডের সাথে সম্পৃক্ত।

আফজাল ২০১৪ সাল থেকে গাইবান্ধা জেলার জেএমবির দাওয়াহ শাখার প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিল। সে জেএমবির রংপুর বিভাগের সামরিক শাখা প্রধান জাহাঙ্গীর হোসেন ওরফে রাজিব গান্ধী এবং দাওয়াহ শাখার প্রধান সাদ ওরফে রতনের একান্ত সহযোগী ছিল।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন