শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

স্বাস্থ্য

আপনার প্রশ্ন

ডা. এ কে এম মাহমুদুল হক খায়ের | প্রকাশের সময় : ১২ আগস্ট, ২০২২, ১২:০৩ এএম

প্রশ্ন : আমি একজন অনার্সের ছাত্রী। বয়স ২০। আমার মুখে, বুকে, পিঠে অনেক ব্রণ হয়েছে। প্রায় ১ বছর ধরে চিকিৎসা নিচ্ছি। ব্রণ ভালো হচ্ছে না। এর কোন ভাল চিকিৎসা আছে কি?
-সালমা। বছিলা। ঢাকা।

উত্তর : অবশ্যই, আধুনিক রেডিও সার্জারী মাত্র ১ সেশন চিকিৎসায় কোন পার্শ্বক্রিয়া ছাড়াই আপনার ব্রণগুলো নির্মূল করতে সক্ষম।

প্রশ্ন : আমি একজন স্কুল শিক্ষক। বয়স ৩৪। বর্তমানে আমার সহবাসে দ্রুত বীর্য স্খলন হয়ে যায়। তা ছাড়া বিবাহের ৬ বছরেও কোন সন্তান হচ্ছে না। দু’টি সমস্যার একই সাথে সমাধান সম্ভব কি?
-তিমির। -বাজার। ঢাকা।

উত্তর : সমস্যাটির সমাধান সম্ভব। সেক্স-হরমোন এবং বীর্য এনালাইসিস করে একই সাথে আপনার সমস্যাগুলোর সঠিক সমাধান দেয়া সম্ভব।

প্রশ্ন : আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী। বয়স ৩১। ২ সন্তানের মা। ইতোমধ্যে আমার স্তনদ্বয় নরম হয়ে ঝুলে গেছে। এটি আমার জন্য বিড়ম্বনা। আমার স্তনদ্বয়ের এ অবস্থার পরিবর্তন কি সম্ভব?
-সুমনা। লক্ষিবাজার। ঢাকা।

উ : নিশ্চয়ই। আপনি ধৈর্য ধরে চিকিৎসা নিলে রেডিও ফ্রিকোয়েন্সী ওয়েবস প্রয়োগ করে কোন পার্শ্বক্রিয়া ছাড়াই আপনার স্তনদ্বয় টান টান করে নিতে পারেন।

প্রশ্ন : আমি একটি মসজিদের খাদেম। বয়স ৫৮। আমার দুই হাঁটুতে একজিমা। অনেক চিকিৎসা নিয়েছি। একটু কমে আবার পূর্বাবস্থায় চলে আসে। আমি এ অবস্থা থেকে স্থায়ীভাবে মুক্তি চাই।
-মনসুর। ওয়ারী। ঢাকা।

উত্তর : বর্তমানে বৈজ্ঞানিক চিকিৎসায় মাত্র ১ সেশন চিকিৎসায় আপনার একজিমা নির্মূল করা সম্ভব। এতে কোন পার্শ্বক্রিয়া নেই।

ত্বক, যৌন, সেক্স ও অ্যালার্জি বিশেষজ্ঞ এবং কসমেটিক সার্জন।
সিনিয়র কনসালটেন্ট (এক্স),
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা।
ফোন : ০১৯১৫৬৯২৮৯৬।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন