শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

দিল্লিতে বাড়ছে করোনার সংক্রমণ, মাস্ক পরায় বাধ্যবাধকতা জারি

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১২ আগস্ট, ২০২২, ১২:২৭ পিএম

করোনা সংক্রমণ আশঙ্কাজনক হারে বাড়তে শুরু করায় ফের মাস্ক পরিধানের বাধ্যবাধকতা আরোপ করেছে দিল্লি সরকার। বৃহস্পতিবার এ ঘোষণা দেয় প্রশাসন। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

বিবৃতিতে বলা হয়, বিধিনিষেধ অমান্যকারীকে ৫শ’ রুপি জরিমানা গুণতে হবে। কারণ জনগণের মাঝে মাস্ক পরিধান, সামাজিক দূরত্ব মেনে চলাসহ করোনার স্বাস্থ্যবিধি মেনে চলার প্রবণতা কমেছে।

ভারতে করোনার চতুর্থ ঢেউ শুরু হয়েছে- এমন আশঙ্কা স্বাস্থ্যবিদদের। তারা বলছেন, চলতি মাসে শনাক্তের হার বেড়েছে ১৫ শতাংশ। যে তালিকায় সবচেয়ে বেশি শিশুরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে এখনই কড়াকড়ি আরোপের পরামর্শ তাদের।
বৃহস্পতিবার দিল্লিতে ২১শ’র বেশি মানুষের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এদিন করোনায় প্রাণ হারান ৮ জন। গেল এপ্রিলেও কড়াকড়ি আরোপ করেছিল দিল্লি প্রশাসন। সূত্র : রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন