শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

উত্তাপে ভেঙ্গে পড়েছে ব্রিটেনের অর্থনীতি

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১২ আগস্ট, ২০২২, ৬:৩২ পিএম

এ মুহুর্তে ব্রিটেনে রেকর্ড তাপমাত্রার সাথে প্রতিদ্বন্দ্বিতা করার মতো একমাত্র খবর হল দেশটির অকার্যকর অর্থনীতি। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যা হল জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি।

গত সপ্তাহে ব্যাঙ্ক অফ ইংল্যান্ড ভবিষ্যদ্বাণী করেছে যে, অক্টোবরে বার্ষিক মুদ্রাস্ফীতি মাত্র ১৩ শতাংশের উপরে বাড়বে। এর অন্তত অর্ধেক বিদ্যুৎ, গ্যাস এবং পেট্রোল দ্বারা চালিত হয়। একটি গড় পরিবারের দ্বারা প্রদত্ত বার্ষিক বিল এখন প্রায় ২ হাজার পাউন্ডে দাঁড়িয়েছে, আগামী এপ্রিলে যা ৪ হাজার ৪০০ পাউন্ড হবে বলে ধারণা করা হচ্ছে৷

শুক্রবার দ্বিতীয় ত্রৈমাসিকের জন্য জিডিপি পরিসংখ্যান প্রকাশের ফলে এ খারাপ অবস্থা নিশ্চিত হয়েছে: পূর্ববর্তী প্রান্তিকের তুলনায় অর্থনীতি ০.১ শতাংশ সংকুচিত হয়েছে।

ক্রমবর্ধমান প্রত্যাশার মধ্যে কিছুটা সান্ত্বনা পাওয়া যেতে পারে যে, ব্রিটেনের উত্থিত মন্দা বিশ্বব্যাপী আর্থিক সঙ্কট বা মহামারীর তুলনায় অগভীর হবে। এবং তবুও এর কোনটিই ব্রিটেনের দীর্ঘমেয়াদী অর্থনৈতিক মন্দা থেকে বেরিয়ে আসার ক্ষমতার জন্য ভাল কিছু নির্দেশ করে না। সূত্র: দ্য ইকোনমিস্ট।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন