শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের মালসহ গ্রেফতার ৪

খুলনা ব্যুরো : | প্রকাশের সময় : ১৩ আগস্ট, ২০২২, ১২:০০ এএম

বাগেরহাটের রামপালে ভারত-বাংলাদেশ মৈত্রী তাপ বিদ্যুৎকেন্দ্রের চুরিকৃত অ্যালুমিনিয়াম প্লেইন শিট, অ্যালুমিনিয়াম বার ও তারসহ ৪ চোরকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। র‌্যাব-৬ জানায়, তাপ বিদ্যুৎকেন্দ্রের ভেল কোম্পানির অন্তর্ভুক্ত গানাত্রা হেভী লিফটারস কোম্পানির ইলেকট্রিক ক্যাবল ড্রাম থেকে প্রায় ৫০০ কেজি অ্যালুমিনিয়াম প্লেইন শিট গত ৯ আগস্ট রাতে চুরি হয়ে যায়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ টাকা। এছাড়া পরদিন রাতে একই কোম্পানির ইলেকট্রিক ক্যাবল ড্রাম থেকে বিভিন্ন প্রকার ইলেকট্রিক সামগ্রী চুরি হয়। কোম্পানি লিখিতভাবে পুলিশ ও র‌্যাবকে বিষয়টি জানায়। গত ১০ আগস্ট র‌্যাব-৬ (সদর কোম্পানি)-এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে চুরি হওয়া অ্যালুমিনিয়াম প্লেইন শিট বাগেরহাট জেলার ফকিরহাট থানা এলাকায় আছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আভিযানিক দলটি রাত সাড়ে ১১টার দিকে বাগেরহাট জেলার ফকিরহাট থানাধীন কাটাখালী মোড় এলাকায় অভিযান পরিচালনা করে বাগেরহাট সদরের মো. রাসেলকে গ্রেফতার করে। এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে গ্রেফতারকৃত আসামির হেফাজত থেকে চুরি হওয়া ৪৬৫ কেজি অ্যালুমিনিয়াম প্লেইন শিট উদ্ধারপূর্বক জব্দ করে। পরে গত বৃহস্পতিবার সকালে একই এলাকায় অভিযান পরিচালনা করে রামপাল থানার মো. আসাদ শেখ, মো. সোহেল শেখ ও মোংলার সুব্রত রায়কে গ্রেফতার করে। এ সময় আসামিদের থেকে চুরিকৃত কপার ফ্লাট ১টি, কপার ক্যাবল ১১ কেজি এবং ২টি কপার কন্ডাকটার উদ্ধার করে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন