বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

২০ সেকেন্ডের মধ্যে ১০-১৫ বার কোপানো হয় রুশদিকে

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৩ আগস্ট, ২০২২, ১১:৫৪ এএম

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ছুরিকাঘাতের শিকার হয়েছেন বুকারজয়ী লেখক সালমান রুশদি। নিউইয়র্ক থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে শতকা ইনস্টিটিউশনের মঞ্চে বক্তৃতা করতে ওঠার সময় রুশদির ওপর হামলা চালানো হয়েছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, মাত্র ২০ সেকেন্ডের মধ্যে ১০-১৫ বার কোপানো হয়েছে রুশদিকে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, মঞ্চে কারও সঙ্গে পরিচয় করানো হচ্ছিল লেখককে। সেই সময় আচমকা তার ওপর ঝাঁপিয়ে পড়েন এক ব্যক্তি। চলতে থাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপানো। ওই সময় মঞ্চে অবস্থানকারীরা দ্রুত হামলাকারীকে ধরে ফেলেন। তার ঘাড়ে কোপ মারা হয়েছে।

এই ঘটনার পর সঙ্গে সঙ্গেই দর্শকদের প্রেক্ষাগৃহ ছাড়তে বলা হয়। খবর দেওয়া হয় পুলিশে। ঘটনাস্থলে এসে পুলিশ রুশদিকে হেলিকপ্টারে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। গ্রেপ্তার করা হয় হামলাকারীকেও। তাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

শতকা ইনস্টিটিউশনের মঞ্চে রুশদির ভাষণ শুনতে বহু দর্শকেরই সমাগম হয়েছিল। চোখের সামনে এমন ঘটনা প্রত্যক্ষ করার পর প্রেক্ষাগৃহের বাইরে বেরিয়ে র‌্যাবাই চার্লস স্যাভেনর নামে এক দর্শক বলেন, ‘প্রথমে আমি ভাবলাম, কী হচ্ছে এটা! কোনো স্টান্ট নাকি! তার পর যা দেখলাম, ভাবা যায় না।

ক্যাথলিন জোন্স নামে আর এক দর্শক বলেন, হামলাকারী ঝাঁপিয়ে পড়ার কয়েক মুহূর্ত পর আমাদের ভুল ভেঙেছিল।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (12)
হাফেজ শওকত আলী ১৩ আগস্ট, ২০২২, ১১:২১ পিএম says : 0
আলহামদুলিল্লাহ একজন জঘন্যতম পাপিষ্ঠ দুনিয়ায় থেকে বিদায় হচ্ছে।
Total Reply(0)
আবেদ ১৩ আগস্ট, ২০২২, ১২:৩৩ পিএম says : 0
প্রিয়নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর পরিবারকে নিয়ে সমালোচনামূলক বই "স্যাটানিক ভার্সেস" এর লেখক সালমান রুশদীর ওপর মুসলমানরা প্রচন্ড ক্ষিপ্ত। আমরা মুসলমান নামধারী মুরতাদ রুশদীর ম‍ৃত্যুদন্ড কার্যকর চাই
Total Reply(0)
হাসান ১৪ আগস্ট, ২০২২, ৩:৪৮ পিএম says : 0
We are Mourn....
Total Reply(0)
jack ali ১৩ আগস্ট, ২০২২, ১:৪০ পিএম says : 0
যে মুসলিম ওই সালমান রুশদীকে মেরেছে আল্লাহ তাকে জান্নাত দেবে ইনশাআল্লাহ পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে হাসি-ঠাট্টা খেলতাম আসার জন্য নয় বেশিরভাগ মানুষই এই দুনিয়ার জীবনকে হাসি-ঠাট্টার খেলতাম হিসাবে গ্রহণ করেছে এর পরিপ্রেক্ষিতে ব্যক্তিজীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন ও পররাষ্ট্র জীবন আজ ধ্বংস হয়ে গেছে পৃথিবীতে কোথায় অবশ্যই বলতে কিছু নয় কিন্তু সবাই সুখের পিছনে ছুটছে কিন্তু তাদের কাছে ধরা দিচ্ছে না সবাই এখন মানসিকভাবে অসুস্থ
Total Reply(0)
md. abdullah al taewhid ১৩ আগস্ট, ২০২২, ১১:১৯ পিএম says : 0
ভালো হয়েছে
Total Reply(0)
Raakib BD ১৩ আগস্ট, ২০২২, ৭:৫৯ পিএম says : 0
আলহামদুলিল্লাহ ...। জাহান্নাম অপেক্ষা করছে তার জন্য ????????
Total Reply(0)
Ahmed raju ১৩ আগস্ট, ২০২২, ১০:১৫ পিএম says : 0
রুশদি এখনো জাহান্নামে যায়নি?
Total Reply(0)
মাযহার ১৪ আগস্ট, ২০২২, ৮:৪৮ এএম says : 0
আল্লাহ ভাই কে জান্নাতুল ফেরদৌস দান করুন।
Total Reply(0)
মুবীনুল্লাহ ১৪ আগস্ট, ২০২২, ৯:১৯ এএম says : 0
মনে করেছিলাম শুয়োর টা বেচে নেই। যাক হামলাকারীকে পুরস্কৃত করার ব্যবস্থা করা হোক।
Total Reply(0)
iqbal hussain ১৪ আগস্ট, ২০২২, ৬:০০ পিএম says : 0
প্রিয়নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর পরিবারকে নিয়ে সমালোচনামূলক বই "স্যাটানিক ভার্সেস" এর লেখক সালমান রুশদীর ওপর মুসলমানরা প্রচন্ড ক্ষিপ্ত। আমরা মুসলমান নামধারী মুরতাদ রুশদীর ম‍ৃত্যুদন্ড কার্যকর চাই। এটা‌তো কেবল দু‌নিয়ার শা‌স্তি,পরকা‌লের শা‌স্তি তার অ‌পেক্ষায়।
Total Reply(0)
Amdad ullah ১৪ আগস্ট, ২০২২, ৬:১১ পিএম says : 0
জনৈকো কবি বলেছেন তীর তরবারি বর্ষা ছুরির আঘাতের থেকেও মুখের কথার আঘাত আরো মারাত্মক! বিষাক্ত কথার আঘাতের ক্ষত কোন মলম কোন ঔষধে কখনোই মিটেনা। দূর হয়না। সালমান রুশদি আমাদের প্রিয় নবীজি এবং তার পরিবার ও ইসলামকে আঘাত করে বিশ্ব মুসলিম উম্মাহ হৃদয়কে ক্ষতবিক্ষত করেছে যেটা সালমান রুশদি কে আক্রমণকারীর আঘাতের থেকেও মারাত্মক বিষাক্ত ।
Total Reply(0)
জায়নুল ১৫ আগস্ট, ২০২২, ১:০৮ পিএম says : 0
প্রিয়নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর পরিবারকে নিয়ে সমালোচনামূলক বই "স্যাটানিক ভার্সেস" এর লেখক সালমান রুশদীর ওপর মুসলমানরা প্রচন্ড ক্ষিপ্ত। আমরা মুসলমান নামধারী মুরতাদ রুশদীর ম‍ৃত্যুদন্ড কার্যকর চাই। এটা‌তো কেবল দু‌নিয়ার শা‌স্তি,পরকা‌লের শা‌স্তি তার অ‌পেক্ষায়।
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন