বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ভারতের ‘ওয়ারেন বাফেট’ খ্যাত ধনকুবেরের মৃত্যু

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৪ আগস্ট, ২০২২, ১০:৩৪ এএম

ভারতের ধনকুবের রাকেশ ঝুনঝুনওয়ালার মৃত্যু হয়েছে। বয়স হয়েছিল ৬২। রোববার সকাল ৬টা ৪৫ মিনিটে তিনি প্রয়াত হন। তাকে বলা হয় ভারতের ‘ওয়ারেন বাফেট’।

মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে চিকিৎসকরা রাকেশকে মৃত বলে ঘোষণা করেন। তার একাধিক শারীরিক সমস্যা ছিল বলে জানা গিয়েছে।

সম্প্রতি আকাশে ওড়ে তারই পৃষ্ঠপোষকতায় আকাশা এয়ারলাইন্সের বিমান। ভারতীয় শেয়ার বাজারের ‘বিগ বুল’ বলা হয় রাকেশকে। বলা হয়, তিনি শেয়ার বাজারে বিনিয়োগে কখনোই ভুল করতেন না।

কয়েক দিন আগে তিনি একটি জুতা সংস্থার শেয়ার কিনেছিলেন, সেটিও কয়েক দিনের মধ্যে সর্বোচ্চ দরে পৌঁছে যায়। এক দিনে তিনি লাভ করেন ২২১ কোটি টাকা।

করোনাভাইরাস মহামারির সময় যখন বিশ্বের বেশিরভাগ সংস্থার লোকসান হচ্ছে, তখনও রাকেশ ঝুনঝুনওয়ালার সম্পত্তির পরিমাণ বৃদ্ধি পেয়েছিল।

১৯৮৫ সালে স্টক মার্কেটে মাত্র পাঁচ হাজার রুপি দিয়ে বিনিয়োগ শুরু করেছিলেন ঝুনঝুনওয়ালা। ২০১৮ সালের সেপ্টেম্বরে টাকার অংক বেড়ে হয় ১১ হাজার কোটি রুপি।

সূত্র: আনন্দবাজার

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন