শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

উইন্ডিজে ‘এ’ দলের চার দিনের ম্যাচ ড্র

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৪ আগস্ট, ২০২২, ১২:৩৭ পিএম

 উইন্ডিজ সফরের দ্বিতীয় চার দিনের ম্যাচেই জিততে পারেনি মোহাম্মদ মিঠুনের ‘এ’ দল। দারুণ লড়াইয়ের পর সেন্ট লুসিয়ার চার দিনের ম্যাচটি ড্র হয়েছে। দু-দলই ব্যাট হাতে দাপুটে লড়াই করেছে।

সাইফ হাসানের সেঞ্চুরিতে সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ‘এ’ দল ৩০০ রানে এসে প্রথম ইনিংস ঘোষণা করে। টপ অর্ডারের ব্যর্থতার মাঝে দাঁড়িয়ে সাইফ হাসান খেলেছেন ১৪৬ রানের অনবদ্য এক ইনিংস। প্যাভিলিয়নে ফেরার আগে মোট ৩৪৮ বল খেলে, ১৩টি চার ও চারটি ছক্কা আসে তার ব্যাট থেকে।

জবাব দিতে নেমে তেজনারায়ণ চন্দরপলের ১০৯ রানের ইনিংসে শেষ হয়ে যায় ম্যাচটাই। চার দিনের এ টেস্টে কোনো দলের পক্ষে ফল আসেনি। বল হাতে মৃত্যুঞ্জয় চৌধুরী দাপট দেখিয়েছেন।

স্বাগতিকদের বিপক্ষে এগিয়ে থেকেই দিনশেষ করেছিল বাংলাদেশ ‘এ’ দল। তৃতীয় দিন শেষে ২ উইকেট খুইয়ে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহে ছিল ৪৩ রান। প্রথম ইনিংসে ২৫৭ রানে পিছিয়ে থেকে ম্যাচের শেষদিন ব্যাটিংয়ে নামে তারা। তেজনারায়ণ চন্দরপল আর অধিনায়ক জশুয়া ডা সিলভার ব্যাটিংয়ে এগিয়ে যেতে থাকে উইন্ডিজ ‘এ’ দল।

কিন্তু ব্যক্তিগত ৩৭ রানে জশুয়া ফিরলে ভাঙে ৫০ রানের জুটি। এরপর ২১ রানের ইনিংসে নাইমের দ্বিতীয় শিকার হয়ে বিদায় নেন টেভিন ইমলাচ। ৩৩৮ বল খেলা তেজনারায়ণ চন্দরপল রিটায়ার্ড হার্ট হয়ে ফেরেন শেষবেলায়। আর তাতেই শেষ হয়ে যায় দিনের খেলা। ড্রয়ে সন্তুষ্ট থাকতে হয় দু’দলকেই।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন