শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

রাজনৈতিক দলের ওপর বিধিনিষেধ মিয়ানমারে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ আগস্ট, ২০২২, ১২:০০ এএম

মিয়ানমারে আগামী বছরের সম্ভাব্য নির্বাচন সামনে রেখে আন্তর্জাতিক সংগঠন ও বিদেশিদের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠকে বিধি-নিষেধ আরোপ করেছে দেশটির ক্ষমতাসীন জান্তা। জান্তা নিয়ন্ত্রিত নির্বাচন কমিশন শুক্রবার জানায়, দেশটির ৯২টি নিবন্ধিত রাজনৈতিক দলকে বিদেশি সংগঠন ও ব্যক্তিদের সঙ্গে বৈঠকের আগে অনুমতি নিতে হবে। আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে ব্যর্থ হলে দলের নিবন্ধন বাতিল করা হবে। ২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে অং সান সু চির সরকারকে উৎখাতের পর থেকে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটি অস্থিতিশীল হয়ে আছে এবং সেখানকার অর্থনীতি বিপর্যস্ত অবস্থায় রয়েছে। ২০২০ সালের নভেম্বরের নির্বাচনে বড় ধরনের প্রতারণার অভিযোগ তুলে সু চিকে ক্ষমতাচ্যুত করা হয়। ওই নির্বাচনে সু চির ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) বিপুল ভোটে জয় লাভ করে। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা ওই নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু বলে অভিহিত করেন। তবে জান্তার অভিযোগ, বিদেশি দূতাবাস ও আন্তর্জাতিক সংস্থাগুলো ২০২০ সালের নির্বাচনে হস্তক্ষেপ করেছে। এএফপি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন