শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

শুক্রবার দেশব্যাপী বিক্ষোভ

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ আগস্ট, ২০২২, ১২:০০ এএম

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, দ্রব্যমূল্যের ক্রমবর্ধমান ঊর্ধ্বগতি, অস্বভাবিক লোডশেডিংএর প্রতিবাদ এবং গ্রেফতারকৃত আলেম উলামাদের মুক্তির দাবিতে আগামী শুক্রবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। ঢাকায় বিক্ষোভ অনুষ্ঠিত হবে বাদ জুমা বায়তুল মোকাররম উত্তর গেইটে। শনিবার রাতে পুরানা পল্টনস্থ দলীয় কার্যালয়ে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মজলিসে আমেলার বৈঠকে এ কর্মসূচি ঘোষণা করা হয়। দলের সিনিয়র সহ সভাপতি আল্লামা উবায়দুল্লাহ ফারুকের সভাপতিত্বে ও মহাসচিব আল্লামা মঞ্জুরুল ইসলাম আফেন্দীর পরিচালনায় আমেলার বৈঠক অনুষ্ঠিত হয়। মজলিসে আমেলার বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সহসভাপতি আল্লামা আব্দুর রব ইউসূফী, মাওলানা আব্দুল কুদ্দুস তাপাদার, মাওলানা খালেদ সাইফুল্লাহ সাদী, অ্যাডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী, মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমী, মাওলানা তাফাজ্জুল হক আজীজ, মাওলানা মাসুদুল করীম, মাওলানা লোকমান মাজহারী, মাওলানা মতিউর রহমান গাজীপুরী, মাওলানা খলীলুর রহমান, মাওলানা বশির আহমদ, মুফতি নাছির উদ্দীন খান, মাওলানা তৈয়বুর রহমান চৌধুরী, মাওলানা শফিকুল ইসলাম, মুফতি জাকির হোসাইন কাসেমী, মাওলানা আবুল বাশার, মাওলানা জয়নুল আবেদীন ও মুফতি নুর মোহাম্মদ কাসেমী।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন