বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ১৫ অগ্রহায়ণ ১৪৩০, ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ধরতে হয় না, লাফিয়ে আসে!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ আগস্ট, ২০২২, ১২:০০ এএম

শুনতে অবিশ্বাস্য মনে হলেও ঘটনা কিন্তু সত্যি। মার্কিন যুক্তরাষ্ট্রের একটি নদীতে মাছ ধরতে বড়শি কিংবা জালের প্রয়োজন হয় না। মাছ নিজেই চলে আসবে আপনার কাছে। ভাবুন তো, মাছ ধরতে গিয়েছেন- কিন্তু মাছ নিজেই লাফিয়ে আপনার কাছে ধরা দিচ্ছে, বিষয়টি কেমন।

ভাবতে অবাক হলেও এমনটি ঘটে থাকে যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেটের একটি গ্রামে। গত প্রায় ১৭ বছর ধরে মাছ ধরার এমন প্রতিযোগিতা রেডনেক ফিশিং টুর্নামেন্ট-এর আয়োজন চলে আসছে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে মানুষ আসছে এ মাছ ধরার এমন প্রতিযোগিতায় অংশ নিতে।

বিশ্বের এই একটা স্থানেই মাছ আপনার কাছে ছুটে আসবে। মাছগুলো এমনভাবে নদীতে লাফালাফি করে, আপনার মনে হবে কেউ নদীতে পফ্টকর্ন ভাজছে। দেখতে খুব আনন্দ লাগবে। কানাডা, নিউজিল্যান্ড ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশ থেকে শত শত মানুষ ‘রেডনেক ফিশিং টুর্নামেন্ট’-এ অংশ নিতে আসেন। সূত্র : বিবিসি নিউজ, ফ্লিপবোর্ড।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন