শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

জাতির স্বার্থে সিন্ডিকেটের কবর রচনা করতে হবে মতবিনিময় সভায় বায়রা নেতৃবৃন্দ

মালয়েশিয়া শ্রমবাজার----

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ আগস্ট, ২০২২, ১২:০০ এএম

সিন্ডিকেট চক্রের অপতৎপরতার কারণেই মালয়েশিয়ার শ্রমবাজার বার বার বন্ধ হয় এবং বিদেশগামী কর্মীদের অভিবাসন ব্যয় দিন দিন বাড়ছে। মালয়েশিয়ার শ্রমবাজারের সিন্ডিকেট চক্রকে চিরতরে বন্ধ করার এখনই সময়। অভিবাসন ব্যয় সহনীয় পর্যায়ে কমিয়ে আনা এবং সকল বৈধ রিক্রুটিং এজেন্সীকে কর্মী প্রেরণের সুযোগ নিশ্চিতকরণে অনতিবিলম্বে সিন্ডিকেটের অপতৎপরতা বন্ধ করতে হবে। মানবপাচার আইনের ধারা সংশোধন করে বৈধ রিক্রুটিং এজেন্সীর মালিকদের সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে হবে। ঢাকাস্থ সউদী দূতাবাসে রিক্রুটিং এজেন্সিগুলোর তালিকাভুক্তি নিশ্চিত করতে সরকারকে কার্যকরী উদ্যোগ নিতে হবে। আসন্ন বায়রা দ্বি বার্ষিক নির্বাচনে শ্রমবাজারের দুর্বৃত্ত সিন্ডিকেট চক্রকে ব্যালটের মাধ্যমে প্রতিহত করতে হবে।
শনিবার রাতে বিজয়নগরস্থ একটি হোটেলে সম্মিলিত সমন্বয় ফ্রন্ট বায়রা আয়োজিত নির্বাচনী মতবিনিময় সভায় বায়রার সাবেক নেতৃবৃন্দ এসব কথা বলেন। হাবের সাবেক সভাপতি আলহাজ জামাল উদ্দিন আহমেদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সম্মিলিত সমন্বয় ফ্রন্ট বায়রার প্যানেল প্রধান ড. মোহাম্মদ ফারুক। সংগঠনের মহাসচিব মোস্তফা মাহমুদের সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বায়রার সাবেক সিনিয়র সহসভাপতি রিয়াজ উল ইসলাম, সাবেক এমপি জামাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা সিরাজ মিয়া, গোলাম মোস্তফা বাবুল, ড. জে এইচ গাজী, বীর মুক্তিযোদ্ধা জসিম উদ্দিন, ফারাহ আঞ্জুমান বারী, কৃষক লীগের কেন্দ্রীয় নেতা নাজির আহমেদ, রেদওয়ান খান বোরহান, মীর বরকত উল্লাহ সুমন, মফিজ উদ্দিন, লায়ন সাইফুল ইসলাম, আমিনুল হক ও শহিদুল হক ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন