১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন মাগুরা ১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ্যাড. সাইফুজ্জামান শিখর। এ সময় মাগুরা২ আসনেন সংসদ সদস্য এড, বীরেন শিকদার, জেলা প্রশাসক ড, আশরাফুল আলম, পুলিশ সুপার জহিরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন দিবসটি পালন উপলক্ষে দিনব্যাপী কর্মসুচি গ্রহন করে। জেলার অন্যান্য উপজেলায়ও অনুরূপ কর্মসুচির মাধ্যমে দিবসটি পালন করা হয়। এদিকে মাগুরা জেলা আওয়ামী লীগ ও অংগ সংগঠন দিবসটি পালন উপলক্ষে শোক র্রালী ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্থবক অর্পন করে। শোক র্যালীতে মাগুরা ১ আসনের সংসদ সদস্য এড, সাইফুজ্জামান শিখর, জেলা আওয়ামী লীগের সভাপতি আফম আব্দুল ফাত্তাহ, সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু, মুন্সী রেজাউল হক, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, সৈয়দ শরিফুল ইমলাম, বাকী ইমামসহ অংগ সংগঠনের নেতা কর্মীরা অংশ নেয়। মাগুরা রিপোর্টার ইউনিটি দিবসটি পালন উপলক্ষে ফ্রী মেডিকেল ক্যাম্পের আয়োজন করে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন