মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

উত্তরায় বিআরটি প্রকল্পের ক্রেন দুর্ঘটনায় নিহত-৪ আহত- ২

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ আগস্ট, ২০২২, ৫:১৩ পিএম | আপডেট : ৬:২০ পিএম, ১৫ আগস্ট, ২০২২

রাজধানীর উত্তরার জসিমউদ্দিন এলাকায় আড়ং শো-রুমের সামনে বাস র‌্যাপিড ট্রানজিট সিস্টেম’র (বিআরটি) একটি গার্ডার পড়ে শিশুসহ চারজন নিহত হয়েছেন। সোমবার (১৫ আগস্ট) বিকেলের দিকে গার্ডারটি একটি প্রাইভেটকারের ওপর পড়ে। এ সময় চারজন নিহত হন। দুর্ঘটনা কবলিত প্রাইভেটকারের রেজিস্টেশন নম্বর ঢাকা মেট্রো-গ-২২-৬০০৮।
পুলিশ জানায়, প্রাইভেটকারটিতে শিশুসহ ৬ জন ছিলেন। তাদের মধ্যে চারজন মারা গেছেন। দুর্ঘটনায় আহত দুজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। তারা হলেন- হৃদয় (২৬) ও রিয়া মনি (২১)। গাড়ির ভেতর চাপা পড়েন রুবেল (৫০), ঝর্না (২৮) ও দুই শিশু জান্নাত (৬) ও জাকারিয়া (২)।
উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, বিকেলে আড়ংয়ের শো-রুমের সামনে বিআরটি প্রকল্পের এলিভেটেট এক্সপ্রেসওয়ের গার্ডার ক্রেন দিয়ে সরানোর সময় নিচে পড়ে যায়। গার্ডারটি একটি প্রাইভেট কারের ওপরে পড়ে। বাহনটির চার যাত্রী নিহত হয়েছেন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন