শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

মহানগর

উত্তরায় গার্ডার ছিটকে পড়ে প্রাইভেটকারের ৫ যাত্রী নিহত

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৫ আগস্ট, ২০২২, ৫:৩৮ পিএম | আপডেট : ৮:৫০ পিএম, ১৫ আগস্ট, ২০২২

রাজধানীর উত্তরায় নির্মাণাধীন বিআরটি ফ্লাইওভারের গার্ডার চাপায় প্রাইভেটকারে থাকা শিশুসহ ৫জনের মৃত্যু হয়েছে। এঘটনায় আহত হয়েছেন আরও  ১জন। হতাহতদের নাম-পরিচয় তাৎক্ষণিক জানা সম্ভব হয়নি।


সোমবার বিকেলে উত্তরা জসীম উদ্দীন এলাকার আড়ংয়ের সামনে এ ঘটনা ঘটে।

এবিষয়ে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোহসীন ইনকিলাবকে বলেন, বিকেলে নির্মাণাধীন বিআরটির একটি গার্ডার ক্রেন থেকে ছিটকে পড়ে যায়। এ সময় গার্ডাটি রাস্তার ওপর থাকা একটি প্রাইভেটকারের ওপর পড়ে। এতে করে প্রাইভেটকারে থাকা চারজন যাত্রী নিহত হয়েছেন।

তিনি আরও বলেন, এই ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন। তাদের উদ্ধার করে কাছের একটি হাসপাতালে পাঠানো হয়। এর মধ্যে একজন সন্ধ্য়ায় মারা যান।

দুর্ঘটনার পর উত্তরা এলাকায় যান চলাচল বন্ধ থাকায় তীব্র যানজটের দেখা দিয়েছে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Akkas Ahmed ১৫ আগস্ট, ২০২২, ৬:০২ পিএম says : 0
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উদাসীনতা ও দুর্নীতি এই দুই মিলে আমাদের দেশটাকে ধ্বংসের কিনারায় নিয়ে যাচ্ছে এই চোরেরা। এটা দূর্ঘটনা নয় এটা হত্যা।এটার বিচার হোওয়া উচিত।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন