বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

এশিয়া কাপে ওপেনিং নিয়েই বেশি দুঃচিন্তায় বিসিবি

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ আগস্ট, ২০২২, ৬:৩৬ পিএম | আপডেট : ৬:৩৯ পিএম, ১৫ আগস্ট, ২০২২

চোটের ঝুঁকি থাকায় ১৭ সদস্যের এশিয়া কাপের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত এই স্কোয়াডে ওপেনার ব্যাটার নিয়ে বেশি চিন্তায় পড়েছে বিসিবি। এনামুল হক বিজয় আর পারভেজ হোসেন ইমন ছাড়া নেই কোন স্বীকৃত ওপেনার। বিকল্প ভবনায় আছেন শেখ মেহেদী হাসান। এর বাইরে মুশফিকুর রহিম ও সাকিব আল হাসানকে ভাবনায় রেখেছে ম্যানেজমেন্ট।


সোমবার (১৫ আগস্ট) মিরপুরের বিসিবি ভবনে শোকাবহ ১৫ আগস্টের মূল অনুষ্ঠান শেষে সংবাদমাধ্যমকে টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন বলেন,‘স্বীকৃত ওপেনার বিজয় ও পারভেজ ইমন। বাকি অনেকেই কিন্তু স্থানীয় ক্রিকেটে ওপেন করেছে। আফগানিস্তানের যে বোলিং অ্যাটাক সেই বোলিং অ্যাটাকে আমরা কাকে ওপেন করাবো সেটা নিয়ে ভাবছি। মুশফিক হতে পারে। ইউ নেভার নো, সাকিবও হতে পারে। মিরাজ হতে পারে, শেখ মেহেদীও ওপেন করেছে। অনেকগুলো অপশন আছে। কম্বিনেশনের জন্য আমরা চিন্তা করছি।’

এছাড়া খালেদ মাহমুদ সুজন বলেন, ‘এই ফরম্যাটে আমি ব্যাটিং অর্ডার নিয়ে চিন্তিত না। নাজমুল হোসেন শান্ত জিম্বাবুয়ের টি-টোয়েন্টি সিরিজে ছিল। ওকে আমরা মিডল অর্ডারে চিন্তা করেছিলাম। স্থানীয় ক্রিকেটে তিন-চারে খেলে। বিপিএলে কিছু ক্ষেত্রে ওপেন করেছে। হিটার বা মারতে পারে এমন খেলোয়াড় আমরা বিভিন্ন পজিশনে রোটেট করতে চাই। যেহেতু সাকসেস হয়নি। ওখানে লিটন আউট হয়েছে, বিজয় টিকে আছে।’

 

জাতীয় দলের সাবেক এই অধিনায়ক বলেন, ‘এশিয়া কাপ ও বিশ্বকাপ এমন একটা জায়গা আমাদের হয়তো আরও আগেই পরিকল্পনা করা উচিত ছিল। কিন্তু সেটা আমরা করতে পারিনি সেটা আমাদের ব্যর্থতা। ব্যর্থতাও বলবো না, ছেলেরা যারা লোকাল ক্রিকেটে ভালো করেছিল তাদেরকে আমরা সুযোগ দিয়েছিলাম। তার কিন্তু নিজেদের মেলে ধরতে পারবেনি।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন