মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

ভাবনায় ২০২৪ বিশ্বকাপ, অনূর্ধ্ব-১৯ দলের ৩০ সদস্যের দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৫ আগস্ট, ২০২২, ৬:৪০ পিএম

আগামী ২০২৪ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ সামনে রেখে আগে ভাগেই দল গোছানো শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। গত জুলাই মাসের মাঝামাঝি ৪০ সদস্যের স্কোয়াড নিয়ে প্রায় ৩ সপ্তাহব্যাপী ফিটনেস ও স্কিল ট্রেনিং শুরু হয়।

এবার যেখানে নিজেদের মধ্যে কয়েকটি ম্যাচ খেলার পর ৪০ সদস্যের স্কোয়াড ছোট করে (সোমবার) ৩০ সদস্যের প্রাথমিক স্কোয়াড দিয়েছে বিসিবি।
ঘোষিত স্কোয়াড নিয়ে আগামী ২১ আগস্ট থেকে শুরু হবে আরেকটি স্কিল ক্যাম্প। ২১ থেকে ৩১ আগস্ট পর্যন্ত মিরপুরে এই ক্যাম্প চলবে। এরপর ১ থেকে ১০ সেপ্টেম্বর অনুশীলনের জন্য তারা যাবে রাজশাহীতে। সেখানে গিয়ে নিজেদের মধ্যে ভাগ হয়ে বেশ কয়েকটি ম্যাচ খেলবে তারা।


অনূর্ধ্ব-১৯ দলের ৩০ সদস্যের এই ক্যাম্পে আছেন ২০২২ সালে উইন্ডিজে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দুইটি শতক হাঁকানো ব্যাটসম্যান আরিফুল ইসলাম এবং স্ট্যান্ডবাই থাকা জিসান আলম।

৩০ সদস্যের প্রাথমিক দল:

ওপেনার : জিসান আলম (নারায়ণগঞ্জ), মোহাম্মদ আশিকুর রহমান শিবলি (ফরিদপুর), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (পঞ্চগড়), মোহাম্মদ রিজন হোসেন (টাঙ্গাইল)।

মিডল অর্ডার : আরিফুল ইসলাম (কিশোরগঞ্জ), শাহরিয়ার সাকিব (যশোর), আদিল বিন সিদ্দীক (উইকেটরক্ষক(কুমিল্লা), মোহাম্মদ সোহাগ (ঠাকুরগাঁও), আহরার আমিন (ঢাকা), মোহাম্মদ শিহাব জেমস (গাইবান্ধা), মোহাম্মদ জাকারিয়া ইসলাম শান্ত (দিনাজপুর), নাঈম আহমেদ (চাঁপাইনবাবগঞ্জ), আশরাফ উদ্দিন ফয়েজ (নারায়ণগঞ্জ), সিয়াম হোসেন দিপু (উইকেটরক্ষক (খুলনা), রিফাত আলম (উইকেটরক্ষক (কুমিল্লা)।

পেস বোলার : তানভীর আহমেদ (কুষ্টিয়া), মোহাম্মদ রোহানাত দৌলা বর্ষণ (নীলফামারী), মোহাম ইকবাল হোসেন ইমন (মৌলভীবাজার), আজাদ প্রমি (কুষ্টিয়া), মোহাম্মদ আতিকুর হোসেন শাহরিয়া (ফেনী), মোহাম্মদ আকান্ত শেখ (নড়াইল), মারুফ মৃধা (মুন্সিগঞ্জ)।

স্পিনার বোলার : পারভেজ রহমান জীবন (খুলনা), ওয়াসি সিদ্দিকী (সিরাজগঞ্জ), মোহাম্মদ মুস্তাফিজুর রহমান (ব্রাহ্মণবড়িয়া), মাজহারুল হক রূপম (লক্ষ্মীপুর), মাহফুজুর রহমান রাব্বি (নায়ারণগঞ্জ), নুরুল হাসান রোমান (বাঘেরহাট), মোহাম্মদ আশরাফুল হাসান (কুমিল্লা), মোহাম্মদ রাফিউজ্জামান (ঠাকুরগাঁও)।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন