শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

কচুখালী চর থেকে ৯ ভারতীয় গরু আটক

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা থেকে | প্রকাশের সময় : ১৬ আগস্ট, ২০২২, ১২:০০ এএম

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের রায়মঙ্গল নদীর কচুখালী চর থেকে নয়টি ভারতীয় গরু আটক করেছে নৌ পুলিশ। তবে, এসময় কোনো চোরাকারবারীকে আটক করতে পারেনি তারা। গতকাল সোমবার ভোর ৬টার দিকে সুন্দরবনের ভেতর দিয়ে ভারত থেকে পাচার করে আনা এসব গরু আটক করা হয়।
শ্যামনগরের রমজাননগর ইউনিয়নের রায়নগর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ তারক বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৬টার দিকে রায়মঙ্গল নদীর কচুখালীর চরে বনের ভেতর থেকে ভারতীয় গরুগুলো আটক করা হয়।
তিনি আরও জানান, আটক গরুগুলো নৌ-পুলিশ ফাঁড়ির হেফাজতে আছে। এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন