শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

তিন সিরিয়ান সেনা নিহত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ আগস্ট, ২০২২, ১২:০০ এএম

ইসরাইলের কয়েক দফা ক্ষেপণাস্ত্র হামলায় সিরিয়ার তিন সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিন সেনা। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানার বরাতে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা। স্থানীয় সময় রোববার রাত ৮টা ৫০ নাগাদ রাজধানী দামেস্কের কাছে এবং উপকূলীয় প্রদেশ তারতুস লক্ষ্য করে বোমা হামলা চালায় ইসরাইল। এসব হামলা মোকাবিলায় সক্রিয় রয়েছে সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এমনকি কিছু মিসাইল প্রতিহতও করা হয়েছে। বার্তা সংস্থা সানা জানিয়েছে, ‘এই আগ্রাসনে তিন সেনা নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও তিনজন।’ হতাহত ছাড়াও হামলার কারণে কিছু অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে সানা। আল-জাজিরা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন