বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রবাস জীবন

নিউইয়র্কে বায়তুল আতিক মুসলিম সেন্টার উডসাইড এর ফান্ড রাইজিং ডিনার ও দোয়া প্রোগ্রাম অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্র সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ আগস্ট, ২০২২, ৯:৫৯ এএম

নিউইয়র্ক সিটির কুইন্সের উডসাইডের বায়তুল আতিক ইসলামিক সেনটারের নতুন ভবন নির্মাণের লক্ষ্যে ফান্ড রাইজিং ডিনার ও দোয়া প্রোগ্রাম সম্পন্ন হয়েছে । গত ১৩ আগষ্ট শনিবার কুইন্সের তিবেতিয়ান কমিউনিটি সেনটারে এ প্রোগ্রাম অনুষ্ঠিত হয় । এতে স্পিকার ছিলেন কানাডা থেকে আগত মাওলানা আসলাম উদ্দীন আল আজহারি । বিশেষ অতিথি ছিলেন ও বকতব্য রাখেন, আবু হুরায়রা মসজিদের খতিব মাওলানা ফায়েক উদ্দিন, দারুল ফুরকান মসজিদের ইমাম মাওলানা ইদ্রিস তোপিয়া, বায়তুল হামদ ব্রংকসের এসিসটেন্ট প্রিনসিপাল মাওলানা আনাস জামাল উদ্দিন, মাদানী মসজিদের ইমাম ও খতিব মাওলানা মাহমুদুল ইসলাম, বায়তুল আতিক মুসলিম সেনটারের ইমাম মাওলানা নজরুল হক, খতিব মাওলানা মুছায়েব আরেফিন । অনুষ্ঠানে বক্তারা, সর্বকালের সরবশ্রেষঠ মহামানব মহানবী হযরত মোহাম্মদ স., সাহাবায়ে কেরামদের পবিত্র কোরআন থেকে বিভিন্ন ঘটনা, মাসালা মাসায়েলসহ আরবী মাস মহররমের বিভিন্ন দিক নিয়ে বিস্তর আলোচনা করেন । মাগরিবের পর থেকে কানাডা থেকে আগত আলেমে দ্বীন মাওলানা আসলাম উদ্দিন আল আজহারী ফান্ড রাইজিং শুরু করেন । এতে সিটির বিভিন্ন স্থান থেকে আগত ধর্মপ্রাণ মুসল্লিরা উপসথিত ছিলেন ও অংশগ্রহণ করেন । সকলের সহযোগিতায় ২ লক্ষ ৫৫ হাজার ডলার ফান্ড রাইজিং করা হয় । রাত ১১.৩০ পর্যন্ত চলে বয়ান ও ফান্ড রাইজিং প্রোগ্রাম, দোয়া । সবশেষে ডিনার পরিবেশন করা হয় । অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বায়তুল আতিক মুসলিম সেন্টার খাদেম কমিটি ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন