চাঁপাইনবাবগঞ্জে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার ৭৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (১৬ আগষ্ট) জেলা বিএনপির আয়োজনে বিকেলে শহরের পাঠান পাড়ার একটি মাদ্রাসায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জে জেলা বিএনপির আহবায়ক গোলাম জাকারিয়া, ও সদস্য সচিব রফিকুল ইসলাম।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন; বিএনপি নেতা মবিনুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা বিএনপির আহবায়ক ওবায়েদ পাঠান, সেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক আ আ ম জামাল বাচ্চু, শ্রমিক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রিপন আলী, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি (ভারপ্রাপ্ত) হাসান ইমতেয়াজ, জেলা আহবায়ক ইউসুফ রাজা, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আলামিন বিশ্বাস প্রমুখ।
শেষ বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার রোগমুক্তি, ও সুস্থতা কামনা এবং দেশব্যাপী চলমান আন্দোলে শহীদদের আত্মার মাগফেতার, ও আহতের সুস্থতার জন্য দোয়া করা হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন