বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

নারায়ণগঞ্জে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের পর হত্যা, তিন জনের যাবজ্জীবন কারাদণ্ড

নারায়ণগঞ্জ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ আগস্ট, ২০২২, ৬:৩৭ পিএম

নারায়ণগঞ্জে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা মামলায় তিন জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৬ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল এ রায় ঘোষণা করেন। ওই সময়ে আসামিরা উপস্থিত ছিলেন। মামলায় দুইজন খালাস পেয়েছেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন ইব্রাহিম ওরফে মনা, হৃদয় ও জহিরুল ইসলাম ওরফে টিটু।

মামলা সূত্রে জানা যায়, ২০১৫ সালের ১০ অক্টোবর ফতুল্লা থানার এনায়েতনগরের মধ্য ধর্মগঞ্জে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছিল। পরে এ ঘটনার পরদিন নিহতের মা বাদী হয়ে ফতুল্লা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা ৫ আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দিয়েছিলেন। সেই মামলায় তিনজনকে যাবজ্জীবন ও দুইজনকে খালাস দিয়েছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন