বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

পুলিশের ঊর্ধ্বতন তিন কর্মকর্তার পদায়ন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশের সময় : ১৭ আগস্ট, ২০২২, ২:৩৯ পিএম

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদমর্যাদায় দুইজন ও পুলিশ সুপার পদমর্যাদার একজন কর্মকর্তাকে পদায়ন প্রদান করা হয়েছে।

মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই পদায়ন প্রদান করা হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সিআইডির অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অ্যাডিশনাল ডিআইজি) মো. ইমাম হোসেনকে একই ইউনিটের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) (চলতি দায়িত্বে) এবং চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের কমান্ড্যান্ট শ্যামল কুমার নাথকে সিআইডির উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) (চলতি দায়িত্বে) হিসেবে পদায়ন করা হয়েছে।

একই প্রজ্ঞাপনে ময়মনসিংহ ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট বেগম ফাহিমা হোসেনকে পুলিশ হেডকোয়ার্টার্সের পুলিশ সুপার (টিআর) হিসেবে পদায়ন করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন