শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

মুরগির ডিম এখন সোনার ডিম হয়ে গেছে-আসিফ

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১৮ আগস্ট, ২০২২, ১২:০০ এএম

শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী আসিফ আকবর সমসাময়িক বিষয় নিয়ে তার ভেরিফায়েড ফেসবুকে তার মতামতা তুলে ধরেন। যেকোনো অসঙ্গতির বিষয় নিয়ে লেখালেখি করেন। এই সময়ে ডিমের দাম আকাশছোঁয়া হয়ে যাওয়া নিয়ে তিনি একটি পোস্ট দিয়েছেন। পোস্টে তিনি লিখেছেন, সকাল নয়টায় বাসায় ফিরছিলাম। মগবাজার রেলক্রসিং ক্রস করার আগেই দেখা পেলাম একজন বিলিওনিয়ারের। নাম কাওসার। তার ভ্যানভর্তি মুরগীর ডিম। ডিম নাকি এখন একটার দামই পনেরো টাকা। কাওসারের পেছনে প্রহরী নাই। এ সময় আমি ডিমের ব্যবসা করলে অবশ্যই গানম্যান রাখতাম। কাওসারকে ইশারায় ডাকলাম, চিনে ফেলেছে আমাকে। ছবি তুলতে চাইলাম। এক পর্যায়ে বললো, স্যার মাস্কটা খুলেন। একটা নাম্বার দিলো। কল দিলাম। বললো, স্যার এটা আমার বউয়ের ইমো নাম্বার। ছবিটা পাঠাই দিয়েন। তিনি লিখেছেন, ব্যাচেলর লাইফের মূল খাদ্য ডিম এখন সোনার ডিম হয়ে গেছে। ভালো থাকুক খেটে খাওয়া কাওসারের দল। চেটে খাক কাউরালের দল। অদম্য কাওসারদের সরলতাই এখনো এই দেশের সেরা শক্তি। ওরা জিতবেই, ওদের জিততেই হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (4)
Tanvir Ahmed ১৮ আগস্ট, ২০২২, ৬:৪৩ এএম says : 0
যদিও কথা টা হাস্যকর মনে হয়,,,,,,, তবুও কথা সত্য,,,
Total Reply(0)
MD Faruque Hossain ১৮ আগস্ট, ২০২২, ৬:৪৪ এএম says : 0
ডিম এখন সিজার করে বের করা হয় তাই দাম বাড়ছে।
Total Reply(0)
Md Riyajul Islam ১৮ আগস্ট, ২০২২, ৬:৪৩ এএম says : 0
অাসিফ বস সঠিক কথা বলছে
Total Reply(0)
Robel Miah ১৮ আগস্ট, ২০২২, ৬:৪৩ এএম says : 0
কথা সত্য কিন্তুু খামারি বিপাকে, ,,,,,,,, কারণ কোম্পানির ঔষধের দাম ও খাবার ব্যবসায়ীরা নিয়ন্ত্রন করে।।।
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন