শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

নতুন প্রযুক্তির ব্যবহারে ২৭শ স্কুল নির্মাণ করবে ইরান

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৭ আগস্ট, ২০২২, ৮:৩৬ পিএম

ইরানের ইমামের আদেশ কার্যকর বিষয়ক সদর দফতর অনুমোদিত বারেকাত চ্যারিটি ফাউন্ডেশন নতুন ধারণা এবং প্রযুক্তি ব্যবহার করে দেশব্যাপী প্রায় ২৭শ’টি স্কুল তৈরি করবে।

বারেকাত ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ তোরকামানেহ মঙ্গলবার বলেন, বারেকাত ফাউন্ডেশন স্কুল নির্মাণের এই নতুন ধারণাকে সমর্থন করে।

তিনি বলেন, ইন্টারনেট অব থিংস (আইওটি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও প্রশিক্ষণ শিবির এবং স্কুলগুলোর সবুজ ব্যবস্থাপনা এসব স্কুল নির্মাণে বিবেচনা করা হবে।

সারা দেশে বারেকাত ফাউন্ডেশনের স্কুল-নির্মাণ কার্যক্রমের আওতায় রয়েছে প্রায় ৩ হাজার ৭৫০টি গ্রাম।

তোরকামানেহ জানান, বঞ্চিতদের জন্য ১৮শ’টি স্কুল তৈরি করা হয়েছে। বর্তমানে বারেকাত স্কুলে আড়াই লাখ শিক্ষার্থী রয়েছে।

সূত্র: তেহরান টাইমস

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন