মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ০৫ চৈত্র ১৪৩০, ০৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

বগুড়া জেলা জাসদের সাধারন সম্পাদক জাহাঙ্গীর এর পিতার ইন্তেকাল

বগুড়া ব্যুরো | প্রকাশের সময় : ১৮ আগস্ট, ২০২২, ৭:৩৮ পিএম


বগুড়া জেলা জাসদের সাধারন সম্পাদক, সাবেক ছাত্রনেতা মোঃ জাহাঙ্গীর আলম এর পিতা সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ এম এম শাহজাহান ( ৮৮) বৃহস্পতিবার বার্ধক্যজনিত কারণে বগুড়া সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজেউন। মরহুমের জানাজার নামাজ বাদ জোহর স্টাফ কোয়ার্টার মসজিদ মাঠে অনুষ্ঠিত হয়েছে।
মরহুমের রুহের মাফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন, বগুড়া জেলা জাসদের সভাপতি ও সাবেক সংসদ সদস্য রেজাউল করিম তানসেন, কেন্দ্রীয় সদস্য এ্যাড. ইমদাদুল হক ইমদাদ, জেলার যুগ্ম সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন বাবু, সদর উপজেলা জাসদের সভাপতি হারুনার রশিদ, সাধারণ সম্পাদক জামিউল ইসলাম জুয়েল, শহর জাসদের সভাপতি রবীন্দ্রনাথ দাস রঞ্জন, সাধারণ সম্পাদক হাসানুল মঞ্জুর দোদুল, জেলা যুব জোটের সভাপতি ওবায়দুল হক, সাধারণ সম্পাদক সামিউল বারি, জেলা শ্রমিক জোটের সভাপতি মকবুল হোসেন, জেলা ছাত্রলীগের সভাপতি ওমর ফারুক, দুপচাঁচিয়া উপজেলা জাসদের আব্দুল মালেক সরকার, আলা উদ্দিন ফকির, শেরপুর উপজেলা জাসদের মোজাফ্ফর হোসেন, আল আমিন, সোনাতলা উপজেলা জাসদের জুলফিকার আলী দারা, আব্দুর রউফ অপু, কাহালু উপজেলা জাসদের আজাদ, সিদ্দিকুল আলম মামুন, নন্দীগ্রাম উপজেলা জাসদের কামরুজ্জামান কামরুল, একেএম মাহবুবর রহমান, শিবগঞ্জ উপজেলা জাসদের রফিকুল ইসলাম, সারিয়াকান্দি উপজেলা জাসদের নজরুল ইসলাম পুটু, আদমদিঘী উপজেলা জাসদের নুরুল হুদা প্রিন্স, বগুড়া হোটেল ও রেস্তোঁরা শ্রমিক ইউনিয়নের সভাপতি জহুরুল ইসলঅম, সাধারণ সম্পাদক আল আমিন, সেলুন শ্রমিক ইউনিয়নের সভাপতি আফরোজ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, বেকারী শ্রমিক ইউনিয়নের সভাপতি (ভারপ্রাপ্ত) একরামুল হক, সাধারণ সম্পাদক হাসান তালুকদার।
৯০ এর ছাত্র নেতৃবৃন্দের শোক :
আসাদুর রহমান দুলু, শাহাদত আলম ঝুনু, আমিনুল ফরিদ, ফিরোজ হামিদ খান রিজভী, তুহিন চৌধুরী, গোলাম মোস্তফা ঠান্ডু, রেজাউল বারি দিপন, এ্যাড, আব্দুল লতিফ পশারী ববি, তাইজুল ইসলাম রোম, আলী ইখতিয়ার তাজু, জীবন কৃষ্ণ যাদব, সুইন চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন