শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

স্কুল শিক্ষিকাকে প্রকাশ্যে পুড়িয়ে হত্যা রাজস্থানে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ আগস্ট, ২০২২, ১২:০৫ এএম

এক স্কুল শিক্ষিকাকে প্রকাশ্যে গায়ে আগুন ধরিয়ে হত্যা করা হয়েছে। অভিযোগ রয়েছে, ঋণ পরিশোধ করতে না পারায় তাঁকে এভাবে আগুনে পুড়িয়ে মেরেছে ঋণদাতা। ভারতের রাজস্থানের জয়পুরের এসএমএস হাসপাতালে ৩৫ বছর বয়সি ওই শিক্ষিকা মারা যান বলে বুধবার পুলিশ জানায়। খবরে বলা হয়েছে, জয়পুর পল্লীর পুলিশ সুপার (এসপি) মনীশ আগরওয়াল জানিয়েছেন, ‘অনিতা নামে ওই শিক্ষিকার মৃত্যু হয়েছে মঙ্গলবার রাতে। ১০ আগস্ট রাইসার থানা এলাকায় তার গ্রামে বেসরকারি স্কুলের ওই শিক্ষিকাকে আগুন দেওয়া হয়। তিনি তার আত্মীয়ের কাছ থেকে টাকা ধার নিয়েছিলেন। কিন্তু তা ফেরত দিতে চাইলে তিনি তা দিতে পারেননি।’ অতিরিক্ত এসপি ধর্মেন্দ্র যাদব বলেন, ‘অভিযুক্তরা নারীর ওপর দাহ্য পদার্থ ঢেলে দেয় এবং তার গায়ে আগুন দেয়।’ ভুক্তভুগীর বয়ানের ভিত্তিতে কয়েকজন নারীসহ তার স্বজনদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। এ ঘটনায় অশোক গেহলটের নেতৃত্বাধীন কংগ্রেস সরকারকে নিশানা করে বিজেপি রাজ্য সভাপতি সতীশ পুনিয়া বলেছেন, মুখ্যমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে সম্প‚র্ণ ব্যর্থ হয়েছেন। এনডিটিভি।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন