মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

লাল সিং চাড্ডা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৯ আগস্ট, ২০২২, ১২:০৫ এএম

বলিউড শীর্ষ পাঁচ
১. লাল সিং চাড্ডা। ২. কার্তিকেয়। ৩. রক্ষা বন্ধন। ৪.আটরঙ্গি রে। ৫. হরিয়ানা


লাল সিং চাড্ডা
‘সিক্রেট সুপারস্টার’ খ্যাত অদ্বৈত চন্দন পরিচালিত কমেডি ড্রামা। রবার্ট জেমেকিস পরিচালিত ব্লকবাস্টার ‘ ফরেস্ট গাম্প’-এর বলিউড সংস্করণ। লাল সিং চাড্ডার (আমির খান) জন্ম ১৯৭১ সালে। তার মা গুরপ্রীত (মোনা সিং), জন্মের আগে থেকেই বাবা থেকে তার মা আলাদা থাকে। তাই গুরপ্রীত কারোলি গ্রামে তাকে একাই লালন করতে থাকে। শৈশব থেকেই লালের (আহমাদ বিন উমর) হাঁটতে অসুবিধা, তাই পায়ে ব্রেস লাগিয়ে চলতে হয়। তার ওপর তার বুদ্ধিমত্তাও গড়ের চেয়ে কম। সহপাঠীরা তাকে এড়িয়ে চলে কিন্তু রূপা ডিসুজার (হাফসা আশরাফ) সঙ্গে তার বন্ধুত্ব হয়। কলেজেও তারা একসঙ্গে পড়াশোনা করে। কলেজের ক্রীড়া প্রশিক্ষক আবিষ্কার করে লাল ঝড়ের গতিতে দৌড়াতে পারে। দৌড় প্রতিযোগিতায় সে চ্যাম্পিয়ন হয়। রূপা এদিকে হ্যারির (গুনীত সিং সোধি) প্রেমে পড়ে। মডেল হবার আশায় রূপা দিল্লি চলে যায় আর লাল সেনায় যোগ দেয়। সেনায় প্রশিক্ষণের সময় বালার (চৈতন্য আক্কিনেনি) সঙ্গে লালের বন্ধুত্ব হয়। বালার পারিবারিক ব্যবসা পুরুষদের আন্ডারঅয়্যারের, আর তার আশা সেও চাকরি শেষ সেই ব্যবসা করবে। লালকে তার পার্টনার হবার প্রস্তাব দেয় বালা। এর মধ্যে পাকিস্তানের সঙ্গে কারগিল যুদ্ধ শুরু হয়, এতে বালা নিহত হয়। লালের চাকরি শেষ হলে সে বন্ধুর সেই ব্যবসা শুরু করে এবং সাফল্য লাভ করে। বাকিটাই এই ফিল্মের গল্প।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন