শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

সকল রিক্রুটিং এজেন্সীই ব্যবসা করার সুযোগ পাবে : মতবিনিময় সভায় সম্মিলিত গণতান্ত্রিক জোট

মালয়েশিয়ার শ্রমবাজার

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৯ আগস্ট, ২০২২, ১২:০৫ এএম

আগামী ২২ আগস্ট থেকে প্রতিদিন মালয়েশিয়াগামী ফ্লাইটে কর্মী যাবে। এবার দেশটিতে পাঁচ লাখ কর্মী গেলে বায়রা তহবিলেই জমা হবে প্রায় ৪৫ কোটি টাকা। আসন্ন বায়রা দ্বি বার্ষিক নির্বাচন নিয়ে স্ট্যান্ডবাজির কোনো সুযোগ নেই। যারা মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ করতে চায় তারা দেশের শত্রু। মালয়েশিয়ায় কর্মী প্রেরণের প্রক্রিয়া সহজ করা হয়েছে। মালয়েশিয়ার শ্রমবাজার চালু হলে সকল রিক্রুটিং এজেন্সিই ব্যবসা করার সুযোগ পাবে। ব্যবসা বান্ধব বায়রা প্রতিষ্ঠা করার লক্ষ্যে বায়রা নির্বাচনে সম্মিলিত গণতান্ত্রি জোটকে পূর্ণ প্যানেলে বিজয়ী করতে হবে। বুধবার রাতে সোনারগাঁও হোটেলের বলরুমে সম্মিলিত গণতান্ত্রিক জোটের উদ্যোগে বায়রা নির্বাচনী মতবিনিময় সভায় জোটের প্যানেল প্রধান ও বায়রার সাবেক মহাসচিব মোহাম্মদ রুহুল আমিন স্বপন এসব কথা বলেন।

বায়রার সাবেক সিনিয়র সহসভাপতি শফিকুল আলম ফিরোজের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বায়রার সাবেক সভাপতি বেনজির আহমেদ এমপি। বায়রার সাবেক শীর্ষ নেতা কে এম মোবারক উল্লাহ শিমুলের সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী এমপি, ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি, হাবের সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম, আটাবের সাবেক সভাপতি মনছুর আহমদ কালাম, হাবের সাবেক সভাপতি আব্দুস ছোবহান ভ‚ঁইয়া হাসান, মজিবুর রহমান মজু ও আটাবের সাবেক মহাসচিব আসলাম খান।

রুহুল আমিন স্বপন বলেন, মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে বিভ্রান্তিতে সায় দিবেন না। আমরা দেশকে ভালোবাসি জনশক্তি রফতানির খাতকেও ভালোবাসি। তিনি আসন্ন বায়রা দ্বি বার্ষিক নির্বাচনে সম্মিলিত গণতান্ত্রিক জোটকে পূর্ণ প্যানেলে বিজয়ী করার জন্য সকল ভোটারদের প্রতি উদাত্ত আহবান জানান। তিনি জনশক্তি রফতানিকারক আবুল হোসেনকে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বলেন, আমরা বায়রা নির্বাচনে বিজয়ী হলে পার্লামেন্টেই মানবপাচার আইনের সংশোধনের উদ্যোগ নেয়া হবে। পরে তিনি সম্মিলিত গণতান্ত্রিক জোটের প্রার্থীদের প্যানেল পরিচিতি করিয়ে দেন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন