বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ফয়সালাবাদে ইমরান খানের মনোনয়নপত্র বাতিল

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৯ আগস্ট, ২০২২, ১২:০৯ পিএম

ফয়সালাবাদের (আসন নম্বর ১০৮) উপনির্বাচনে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খানের মনোনয়নপত্র বাতিল করেছে পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি)।

ইসিপি জানায়, ইমরান খানের সম্পদ সম্পর্কে দেওয়া তথ্য যথেষ্ট নয়। তাই মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। খবর ডনের।
পাঞ্জাব প্রদেশের নির্বাচন কমিশনারের এক বিবৃতিতে বলা হয়, রিটার্নিং কর্মকর্তা ইমরান খানের মনোনয়নপত্র বাতিল করেছেন।
পিটিআইয়ের তথ্যবিষয়ক কেন্দ্রীয় সচিব ফাররুখ হাবিব ইমরান খানের মনোনয়নপত্র বাতিলের সমালোচনা করে বলেছেন, নির্বাচন কমিশনের এ সিদ্ধান্তের চ্যালেঞ্জ করা হবে।

পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার গত ২৮ জুলাই পিটিআইয়ের ১১ সংসদ সদস্যের পদত্যাগপত্র গ্রহণ করেন। অনাস্থা ভোটে প্রধানমন্ত্রীর পদ থেকে ইমরানকে ক্ষমতাচ্যুত করার দুদিন পর ১১ এপ্রিল গণপদত্যাগের অংশ হিসেবে তার দলের ১০০ জনের বেশি সংসদ সদস্য পদত্যাগের আবেদন করেন।
ইসিপির তথ্য অনুযায়ী, নয়টি আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৫ সেপ্টেম্বর। বাকি দুটি সংরক্ষিত নারী আসন। ইমরান খান ওই ৯ আসনেই নির্বাচনে লড়তে মনোনয়নপত্র জমা দেন। সূত্র : ডন

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন