মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ০৫ চৈত্র ১৪৩০, ০৮ রমজান ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

আজ বিশ্ব আলোকচিত্র দিবস

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৯ আগস্ট, ২০২২, ১২:৪৮ পিএম

আজ বিশ্ব আলোকচিত্র দিবস বা ওয়ার্ল্ড ফটোগ্রাফি ডে। বিশ্বজুড়ে প্রতিবছর আগস্ট মাসের ১৯ তারিখকে আলোকচিত্র দিবস হিসেবে উদযাপন করা হয়। ১৮৩৭ সালে ফরাসি উদ্ভাবক নাইসফোর নিপেক ও লুইস ড্যাগুইর আবিস্কার করেন ড্যাগুরে টাইপ ফটোগ্রাফিক সিস্টেম।

এই উপায়ের নাম ড্যাগুইররিয়ো টাইপ। বিজ্ঞানী লুইস ড্যাগুইর সর্বপ্রথম ছবি তোলার ব্যবহারিক এ উপায় আবিস্কার করেন। তাঁর নামানুসারেই পরে এই উপায়ের নাম দেওয়া হয় ড্যাগুইররিয়ো টাইপ ফটোগ্রাফি। ১৮৩৯ সালের ১৯ আগস্ট ফরাসি সরকার এটিকে স্বীকৃতি দেয়। ড্যাগুইররিয়ো টাইপ ফটোগ্রাফি মুক্তির ওই দিনটি স্মরণে প্রতিবছর ১৯ আগস্ট বিশ্ব আলোকচিত্র দিবস উদযাপিত হয়।

প্রতিবছরই নানা আয়োজনের মধ্যে দিয়ে উদযাপিত হয় বিশ্ব আলোকচিত্র দিবস। এ বছর দিবস ঘিরে থাকছে নানা আয়োজন। বর্তমান সময়ে ছবি তোলা অনেকের কাছে যেমন ভালোবাসা, আবার তেমনই অনেকেই আলোকচিত্রশিল্পকে তাদের পেশা হিসেবেও বেছে নিয়েছেন। আর এই ছবিওয়ালাদের প্রতি শ্রদ্ধা জানাতেই আজকের দিনটি উদযাপন করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন