নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এম.পি বলেছেন, আসল সংখ্যালঘু তারা, যারা ধর্মকে নিয়ে রাজনীতি করে ক্ষমতায় যেতে চায়। তাছাড়া বঙ্গবন্ধুর বাংলাদেশে কেউ সংখ্যালঘু নয়। প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা বাংলাদেশের সকল মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছে। আমরা সবাই এদেশের নাগরিক। যারা সাম্প্রদায়িকতা করে এদেশে জঙ্গীবাদ, সন্তাসবাদ সৃষ্টি করে তারা দেশ ও জাতির সত্রæ। তারাই ইসলামকে খাটো করেছে। তারা মহানবী হযরত মুহাম্মদ সাঃ এর দিক নির্দেশনা মেনে চলতে চায়না। ধর্ম কখনো সন্ত্রাসবাদ, জঙ্গীবাদ লালন করেনা। যারা ধর্মের কথা বলে এবং ষড়যন্ত্র করে বাংলাদেশের উন্নয়ন, অগ্রগতি, অর্থনীতি ও সমাজ ব্যবস্থা ধ্বংস করে দিতে চায়, তাদেরকে রুখে দিতে হবে।
শুক্রবার সকাল ১১ টায় দিনাজপুরের বিরলে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জন্মাষ্টমী উদযাপন কমিটির সভাপতি সুকিল চন্দ্র রায়ের সভাপতিত্বে ও জন্মাষ্টমী উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সুরজিত কুমার বাবুলের সঞ্চালোনায় অনুষ্ঠানে প্রধান ধর্মলোচক হিসাবে বক্তব্য রাখেন, দিনাজপুর রামকৃষ্ণ আশ্রম ও মিশনের মহারাজ স্বামী বিভাতনন্দজী মহারাজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিরল উপজেলা নির্বাহী অফিসার আফছানা কাওছার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সবুজার সিদ্দিক সাগর ও সাধারণ সম্পাদক রমাকান্ত রায় । এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুবল চন্দ্র রায়, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিভুতী ভুষন সরকার, প্যানেল মেয়র চন্দ্র কান্ত রায়, রাজারামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুকুল চন্দ্র রায়, গীতা সংঘের সভাপতি অমুল্য কুমার রায়, সাধারণ সম্পাদক আলেন চন্দ্র রায়, মহানাম যোগ্যের সভাপতি তাপস দেবনাথ ও সাধারণ সম্পাদক মিঠুন চন্দ্র রায় প্রমুখ। প্রধান অতিথি নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এম, পি এর আগে বিরল পৌর এলাকার কামার পাড়ায় বীর নিবাসের ভিত্তিপ্রস্তর স্থাপন, বিরল উপজেলা চত্বরে মৎস্য অধিদপ্তরের কর্তৃক মৎস্যচাষীদের মাঝে উপকরণ বিতরণ ও উপজেলা পরিষদের কনফারেন্স রুমে ২০২১-২২ অর্থ বছরে ক্রীড়া ক্লাব/প্রতিষ্ঠানের অনুক’লে আর্থিক অনুদানের বরার্দ্দকৃত অর্থের চেক বিতরণ করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন