মেক্সিকোর সাংবাদিকদের জন্য চলতি বছরটি সবচেয়ে ভয়াবহ হতে যাচ্ছে। বছরের ৮ মাস শেষ না হতেই রেকর্ড ১৮ জন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় মানবাধিকার সংস্থা আর্টিকেল নাইন্টিন। খবর রয়টার্স। সংস্থার আঞ্চলিক পরিচালক লিওপোল্ডো মালডোনাডো বলেন, এই ১৮ মৃত্যুর মধ্যে নয়টির ক্ষেত্রে সাংবাদিকদের কাজের সঙ্গে সম্ভাব্য যোগসূত্র পাওয়া গিয়েছে। তিনি বলেন, শতাব্দির মধ্যে সংবাদমাধ্যমের জন্য সবচেয়ে বছর হতে পারে ২০২২ সাল। এখনো বছরের চার মাসের বেশি বাকি থাকলেও এর মধ্যেই আগের বছরগুলোর পরিসংখ্যান অতিক্রম করে গেছে মেক্সিকো। গত বছর হত্যাকাণ্ডের শিকার হয় ১৩ সাংবাদিক। ২০২০ সালে ১৪ জনের মৃত্যু ছিল রেকর্ড। ওই দুই বছরের অর্ধেক হত্যাকাণ্ডের সঙ্গে সাংবাদিকদের কাজের যোগসূত্র পাওয়া গিয়েছে।
আর্টিকেল নাইন্টিন জানায়, চলতি বছরের প্রথমার্ধে সাংবাদিকদের উপর ৩৩১টি হামলার ঘটনা লিপিবন্ধ হয়েছে। এর মধ্যে বেশির ভাগই ভয়ভীতি ও হয়রানি সম্পর্কিত। এ সব হুমকির ঘটনার অনেক ক্ষেত্রে ক্ষমতার অপব্যবহার হয়েছে। ২০১৮ সালের তুলনায় চলতি বছরের প্রথমার্ধে এ ধরনের ঘটনা বেড়েছে ৫১ দশমিক ৮ শতাংশ। মানবাধিকার সংস্থাটি জানায়, এই ছয় মাসে দেশের ভেতর জোরপূর্বক বাস্তুচ্যুত হয়েছে চারজন সাংবাদিক ও দুজন নির্বাসনে যেতে বাধ্য হয়েছেন। আরো বলা হচ্ছে, প্রথমার্ধে সাংবাদিকদের উপর হামলার ১২৮টি ঘটনার ক্ষেত্রে রাষ্ট্রের ক্ষমতাসীনদের ভূমিকা পাওয়া গিয়েছে। যা ২০০৭ সাল থেকে দেখা যাচ্ছে। সূত্র : রয়টার্স।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন